বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
দুর্গাপুরে মানববন্ধন  ও পুনঃনির্মাণ দাবি

ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুড়িয়ে দেয়ার প্রতিবাদ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৬ মে ২০২৫, ১৭:৫৩
ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুড়িয়ে দেয়ার প্রতিবাদ
ছবি: যায়যায়দিন

৪৫ বছরের ঐতিহ্যবাহী সংগঠন ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুড়িয়ে দেয়ার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাবের সামনে পথ পাঠাগারের ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুূদা সারোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড় এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন, সদস্য মোস্তফা জামান আব্বাস, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, কবি জীবন চক্রবর্ত্তী, দুনিয়া মামুন প্রমুখ৷

বক্তারা বলেন, ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র এই মুক্তমঞ্চটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। অবিলম্বে মুক্তমঞ্চটি পুনর্নির্মাণের দাবি জানান। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, প্রশাসন যদি দ্রুত এই মুক্তমঞ্চ পুনঃনির্মাণ না করে, তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এ অন্যায় প্রতিহত করা হবে।

উল্লেখ্য গত ৩০এপ্রিল ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদের সঙ্গে সঙ্গে সাহিত্য সংসদের মুক্তমঞ্চটিও গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে