৪৫ বছরের ঐতিহ্যবাহী সংগঠন ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুড়িয়ে দেয়ার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাবের সামনে পথ পাঠাগারের ব্যানারে এ মানববন্ধন হয়।
বক্তারা বলেন, ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র এই মুক্তমঞ্চটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। অবিলম্বে মুক্তমঞ্চটি পুনর্নির্মাণের দাবি জানান। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, প্রশাসন যদি দ্রুত এই মুক্তমঞ্চ পুনঃনির্মাণ না করে, তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এ অন্যায় প্রতিহত করা হবে।
উল্লেখ্য গত ৩০এপ্রিল ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদের সঙ্গে সঙ্গে সাহিত্য সংসদের মুক্তমঞ্চটিও গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।