সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

রাজধানীর পলস্নবীর সড়কে ভাই-বোন গুলিবিদ্ধ

যাযাদি রিপোর্ট
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাজধানীর পলস্নবীর সড়কে ভাই-বোন গুলিবিদ্ধ

রাজধানীর পলস্নবীতে 'পূর্ব বিরোধের জেরে' দুই ভাই-বোন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার ভোরে পলস্নবীর ১১ নম্বর সেকশনের ১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। গুলিতে আহত হয়েছেন মো. জসিম উদ্দিন (৪৪) ও তার ছোট বোন শাহিনুর বেগম (৩০)। জসিম উদ্দীন পেশায় একজন টিভি শো রুমের ব্যবসায়ী।

পলস্নবী থানার এসআই মিজানুর রহমান বলেন, 'পূর্ব শত্রম্নতার জের ধরে এই ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ পেলে পরবর্তী সে অনুযায়ী ব্যবস্থা নেব।'

জানা যায়, জসিম উদ্দিন কিছুদিন আগে ওই এলাকার ছিনতাইকারী গ্রম্নপের একজনকে পুলিশে ধরিয়ে দিয়েছিল, ওই ঘটনার জেরে তাকে গুলি করা হয়েছে বলে ধারণা করছে পরিবারের সদস্যরা।

জসিম উদ্দিনের স্ত্রী হেনা আক্তার ও ভাগ্নে শাকিল আহমেদ বলেছেন, ভোরে শবেবরাতের নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে।

হেনা বলেন, 'ওই সময় একই এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজ, বেস্নট রনির সঙ্গে তার (জসিম উদ্দিনের) সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন শহিদুল জসিম উদ্দিনকে গুলি করে।'

ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে শাহিনুর ছুটে এলে তাকেও গুলি করা হয় বলেন ভাগ্নে শাকিল আহমেদ জানিয়েছেন।

ভাবি-বোন দু'জনেরই ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে জানিয়ে শাকিল বলেছেন, তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে