সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ঈদগাঁওয়ে চার সহস্রাধিক মাদ্রাসা শিক্ষার্থী এখনো বই পায়নি

ঈদগাঁও (কক্সবাজার)  প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১১:৩৮
আপডেট  : ০৫ মে ২০২৫, ১১:৫৩
ঈদগাঁওয়ে চার সহস্রাধিক মাদ্রাসা শিক্ষার্থী এখনো বই পায়নি
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চার সহস্রাধিক মাদ্রাসা শিক্ষার্থী চলতি বছরের পঞ্চম মাসেও কোনো বই পায়নি। এ নিয়ে অভিভাবকরা শিশুদের শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

উপজেলার অনুমোদিত ও অনুমোদনহীন ছোট বড় ২৭টি মাদ্রাসার ইবতেদায়ী শাখার চতুর্থ ও পঞ্চম শ্রেণির কোমলমতি চার সহস্রাধিক শিশু শিক্ষার্থী এখনো কোনো বই পায়নি। যার কারণে শিশুদের সম্ভাবনাময় শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে।

সচেতন অভিভাবকরা জানায়, চলতি শিক্ষাবর্ষের পাঁচ মাস অতিবাহিত হতে চলছে। আগামী মাসে অর্ধবার্ষিকী পরীক্ষা অনুষ্ঠানের বোর্ড কর্তৃক নির্দেশনা রয়েছে। পাঠ্য পুস্তক ছাড়া কি শিক্ষা নিয়ে শিশুরা পরীক্ষায় অংশ নেবে তা নিয়ে প্রশ্ন তুলেন।

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী জানান, বিগত চার মাসেও ইবতেদায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কোন বই পায়নি। যার কারণে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।

ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মো, নজিবুল ইসলাম জানান, পার্শ্ববর্তী সব উপজেলার শিক্ষার্থীরা বই পেলেও এ উপজেলার শিশু শিক্ষার্থীরা একটিও বই না পাওয়ায় অভিভাবকরা শিক্ষকদের চরম বিরক্ত করছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত বই সরবরাহের দাবি জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসমাইল জানান, এনসিটিবি থেকে এখনো পর্যন্ত উপজেলার জন্য বই সরবরাহ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটি জানিয়েছেন।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, তাকে গুরুত্বপূর্ণ এ বিষয়টি কেউ এ পর্যন্ত অবগত করেননি। তিনি দ্রুত এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে