সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১১:২০
সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার। এসময় ঘটনার সংবাদ পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে হাজির হয়ে হামলাকারী সালাউদ্দিনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

রোববার (৪ মে) বেলা ৩টার দিকে ফতুল্লার মাসদাইর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত মিলন বিশ্বাস হৃদয় জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর শ্মশানের সামনে মহান মুক্তিযুদ্ধের "প্রতিরোধ স্তম্ভ" রয়েছে। এই প্রতিরোধ স্তম্ভ কে ঘিরে দীর্ঘ দিন ধরে একটি চক্র ইট, বালু, পাথরের ব্যবসা করে আসছে। প্রতিরোধ স্তম্ভ দখল করে কারা ব্যবসা করছে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে আমাদের ফটো সাংবাদিক হাবিব খন্দকারকে সাথে নিয়ে যাই৷ প্রতিরোধ স্তম্ভের সামনের ছবি তুলে আমরা স্থানীয়দের সাথে কথা বলার সময় সালাউদ্দিন, জাকির হোসেন সহ অজ্ঞাতনামা ৫/৬ জন এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা নিজেদের পরিচয় দেয়ার পরও তারা হামলা বন্ধ করেনি। উল্টো আমাদের মোবাইল ফোন, ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙ্গে দোকানে আটকে রাখে। আমাদের সহকর্মীরা খবর পেয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম জানান, অফিসের এসাইনমেন্ট কভার করতে যাওয়ার পর আমার দুই সহকর্মীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। যার নেতৃত্বে হামলা করেছে সেই সালাউদ্দিন নারায়ণগঞ্জ এর গডফাদার শামীম ওসমানের ক্যাডার ছিল। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তার হয়ে হাজত ভোগ করে। কিছুদিন আগে সেই মামলায় জামিনে বের হয়েছে সালাউদ্দিন।

স্থানীয়রা জানান, প্রতিরোধ স্তম্ভটি দখল করে সালাউদ্দিন নামের এক ব্যক্তি বিগত আওয়ামী সরকারের শাসনামল থেকে এখানে ব্যবসা করছে। বছরে একটি দিন প্রশাসনের পক্ষ থেকে এখানে ফুল দিলেও অন্য দিন থাকে দখলে। প্রতিরোধ স্তম্ভ দখল করে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ঘটনার খবর পুলিশ পাঠানো হয়। হামলাকারী সালাউদ্দিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে