সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
সংস্কার কমিশনের সুপারিশ

'প্রত্যাখ্যান' বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের

যাযাদি রিপোর্ট
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
'প্রত্যাখ্যান' বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের

'গুরুত্ব' কমে যাওয়ার যুক্তিতে বিসিএস (ডাক) সার্ভিসের প্রয়োজনীয়তা পরীক্ষা করে দেখার যে সুপারিশ সংস্কার কমিশন করেছে, তা প্রত্যাখ্যান করেছে বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশন।

শনিবার অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়, 'বাংলাদেশকে একটি বৈষম্যহীন, আত্মনির্ভরশীল, জনবান্ধব ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে জনপ্রশাসনের বিদ্যমান কার্যক্রমে আমূল পরিবর্তন ও সংস্কারই একমাত্র পথ। তবে সংস্কার কমিশনসমূহের সুপারিশ বাস্তবসম্মত ও রাষ্ট্রীয় স্বার্থের অনুকূলে না গেলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।'

গত ৫ ফেব্রম্নয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দেয় জনপ্রশাসন সংস্কার কমিশন। সেখানে বলা হয়, 'ইন্টারনেট, সামাজিক মাধ্যম, কুরিয়ার সার্ভিসের মত সেবা সহজলভ্য হওয়ায় বিসিএস (ডাক) সার্ভিসের গুরুত্ব অনেকটাই কমে গেছে।'

এজন্য এ সার্ভিসের প্রয়োজনীয়তা পরীক্ষা করে দেখার সুপারিশ করে কমিশন।

এই সুপারিশের বিষয়ে বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, '২০০ বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশ ডাক বিভাগের নেতৃত্বদানকারী বিসিএস (ডাক) ক্যাডার সার্ভিসকে বিলুপ্ত করার মতামত দিয়েছে সংস্কার কমিশন, যা একেবারেই বাস্তবতাবিবর্জিত। এই মতামত অবিবেচনাপ্রসূত ও রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থি হওয়ায় ডাক বিভাগের সব কর্মী তা প্রত্যাখান করছে।'

বিবৃতিতে বলা হয়, 'বহুমুখী সেবায় সংশ্লিষ্টতা থাকার পরও কমিশন ডাক বিভাগকে বিলুপ্ত করে কুরিয়ারনির্ভর যোগাযোগ ব্যবস্থার যে মতামত দিয়েছে, তা রাষ্ট্রের জন্য কৌশলগতভাবে বিপজ্জনকই শুধু নয়, সেবাগ্রহণের ক্ষেত্রে জনগণের ব্যয়ও বাড়াবে।'

ডাক বিভাগ বিলুপ্ত হলে জনগণকে চড়া মূল্য দিতে হবে দাবি করে বিবৃতিতে বলা হয়, 'বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশন বিশ্বাস করে, অন্তবর্তী সরকার জনপ্রশাসন সংস্কার কমিশনের অবিবেচনাপ্রসূত মতামত অবিলম্বে প্রত্যাহার করবে। রাষ্ট্রীয় এই বিভাগকে আরও লাভজনক, কার্যকর ও উন্নত দেশসমূহের আদলে রূপান্তরে ডাক বিভাগের কর্মীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।'

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহা. আখতারুজ্জামান বলেন, 'আমরা জনপ্রশাসন সংস্কার কমিশনের এই সুপারিশ প্রত্যাখ্যানের পাশাপাশি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে