সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ভাষানীতি প্রণয়ন সময়ের দাবি

অধ্যাপক নাজমুল হাসান তালুকদার বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবি প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ভাষানীতি প্রণয়ন সময়ের দাবি

বাংলা ভাষা বাংলাদেশ তথা বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ পৃথিবীর একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র। কাজেই বাংলা ভাষা ও বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব ও মর্যাদা একসূত্রে গাঁথা। আমাদের মহান একুশে ফেব্রম্নয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ায় বাংলা ভাষার মর্যাদা বিশ্বব্যাপী আরো সমুন্নত হয়েছে। কিন্তু ভাষা-আন্দোলনের সাত দশক এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিপ্রাপ্তির আড়াই দশকেরও অধিককাল পেরিয়ে গেলেও বাংলা ভাষা আজ নিজ দেশেই অনেকটা উপেক্ষিত।

বর্তমান প্রজন্মের কাছে বাংলা ভাষার লৈখিক ও বাচনিক ব্যবহারে ভিন্ন ভাষার মিশ্রণ এবং শব্দের বিকৃত উপস্থাপনের প্রবণতা প্রকট। তথাকথিত আধুনিকতার নামে বিভিন্ন গণমাধ্যমে এখন ভাষা বিকৃতির মহোৎসব চলছে।

বাংলা ভাষার অপপ্রয়োগ রোধে এবং মর্যাদা রক্ষার্থে পারিবারিক পরিমন্ডল থেকেই প্রতিটি বাঙালিকে এর পরিচর্যায় আত্মনিয়োগ করতে হবে। এই ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গণ-সচেতনতা সৃষ্টি করতে হবে। তবে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে সরকারকে। ভাষার সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে সরকারকেই আপোষহীন মনোভাব প্রদর্শন করতে হবে। বাংলা ভাষার অমর্যাদা রুখতে কঠোর আইন প্রয়োগ করতে হবে। জাতীয় ভাষা-সংস্কার কমিশন গঠন করে একটি সুষ্ঠু ভাষানীতি প্রণয়ন এবং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে