সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নতুন সংগঠন 'জুলাই সংগ্রাম পরিষদ'র আত্মপ্রকাশ

যাযাদি রিপোর্ট
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নতুন সংগঠন 'জুলাই সংগ্রাম পরিষদ'র আত্মপ্রকাশ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে 'জুলাই গণঅভু্যত্থানের চেতনাকে ধারণ করে এবং গণঅভু্যত্থানকে বিপস্নবে পরিণত করার লক্ষ্যে' ছাত্রজনতার উদ্যোগে 'জুলাই সংগ্রাম পরিষদ' নামে নতুন সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক আবু বকর সিদ্দীক প্রান্তর বলেন, 'যে বিচার ব্যবস্থা গণহত্যার বিচার করতে দেরি করছে, সেই বিচার ব্যবস্থার বিপস্নবী সংস্কার করতে হবে। যে আমলাতন্ত্রের কারণে আহত ও শহীদ পরিবার ক্ষতিপূরণ পাচ্ছে না, সেই আমলাতন্ত্রের পুনর্গঠন করতে হবে। চাকরিবিধি সংস্কার করতে হবে।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুধু নিষিদ্ধ করলেই চলবে না, মুজিব ও হাসিনার আদর্শে কোনও রাজনীতি করা যাবে না মর্মে আইন করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যেমন ডিনাজিফিকেশন কর্মসূচি নেওয়া হয়েছিল, তেমনি ডিআওয়ামীফিকেশন করতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে