আহম্মদ আলী সরকার
সেনবাগ উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী সরকার (৮২) শুক্রবার ভোর সাড়ে ৬টার সময় ঢাকার বারাকা কিডনি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৬ ঘটিকার সময় ছাতারপাইয়া পূর্ব পাড়া খাসের বাড়ির ঈদগাঁ মাঠে জানাজার নামাজ শেষে উপজেলার ছাতারপাইয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. মফিজুর রহমানসহ স্থানীয় বিএনপি নেতারা বিভিন্ন সমাজিক, রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা জানাজায় অংশগ্রহণ করেন। সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
আলী আকবর
চাঁদপুরের শাহ্রাস্তির নুনিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মওলানা আলী আকবর (১০০) বার্ধক্যজনিত কারণে চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর গ্রামের কাজী বাড়িতে শুক্রবার সকাল ৭টায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বাদ আছর পাথৈর কাজীবাড়ি মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শাহ্রাস্তি (চাঁদপুর) সংবাদদাতা