শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

একুশ আসে

দেলওয়ার বিন রশিদ
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
একুশ আসে

শোক গাথার একুশ আসে

মায়ের শূন্য বুকে

1

সালাম বরকত রফিক জব্বার

নাম যে সবার মুখে।

একুশ আসে শহীদ মিনার

ফুলে ফুলে ভরে

দুঃখী মায়ের দু'চোখ বেয়ে

\হঅশ্র শুধু ঝরে।

শোক গাথার একুশ আসে

প্রতিবছর ঘুরে

গাঁয়ের বাউল গান গায়

\হকান্না ভেজা সুরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে