শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রূপকথার দেশ

খালিদ বিন ওয়ালিদ
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রূপকথার দেশ

পঙ্খিরাজের পিঠে চড়ে

যাব আজব দেশে,

1

রূপকথার ওই ভিন দুনিয়া

দেখব অনায়াসে।

ভিন দুনিয়ায় নীল পরীরা

ডানা মেলে উড়ে,

পাহাড়, নদী, ঝর্নাধারা

দেখলে মনটা ভরে।

বিদ্ঘুটে সব দৈত্যগুলো

করে সেথায় খেলা,

আর শুনেছি রূপ সাগরে

জলপরীদের মেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে