বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

খুকুর পড়া

আলমগীর খোরশেদ
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০
খুকুর পড়া

কেমন করে বছর হয়

পায় না খুকু ভেবে

1

ভাইয়া বলে বার্ষিক গতি

বইয়ে পড়ে নেবে।

সূর্যকে ঘিরে পৃথিবীটা

আসলে একবার ঘুরে

তিনশ' পঁয়ষট্টি দিনে

বছর নয়তো জানা দূরে।

কতো কিছু আছে জানার

খুকু পড়ে বই

চট করে বলে দিবে

ক্লাসের পড়া সই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে