অ আ ক... ওরা
বর্ণমালার ভাই
ওদের জন্য এত রক্ত
কেউ দেয় নাই!
টিকটিকিটা লেজ নেড়ে
সেই কথাই বলছে
ব্যাঙাচিরাও দল বেঁধে
সেই পথেই চলছে!
হারুদের মজা পুকুরের
শিং, মাগুর, খৈ
ওরাও যে চাইছে এবার
বাংলা ভাষার বই!
বুকের ভেতর মা আছেন
মায়ের মুখে ভাষা
এই ভাষাতেই স্বপ্ন আঁকে
কুলি, মজুর, চাষা!