বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে সেতুর পূর্বপ্রান্ত থেকে এলেঙ্গা পৌরসভার পৌলী ব্রিজ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘন কুয়াশার কারণে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত তিন দফা সেতুতে টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর ইফতেখার রোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে ঢাকার দিকে পৌলী ব্রিজ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় প্রচন্ড শীতে আটকে থাকা যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। পুনরায় টোল আদায় করা হলে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু করে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd