শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খানসামা থানায় পতিত জমিতে শীতের সবজি

মো. নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর)
  ২৩ জানুয়ারি ২০২১, ০০:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কৃষি বিপস্নবের অংশ হিসেবে কৃষকদের উৎসাহ প্রদানের লক্ষ্যে দিনাজপুর জেলার খানসামা থানা ভবনের পেছনে প্রায় দুই বিঘা পতিত জমিতে সবজি চাষ করা হয়েছে। এ ধরনের উদ্যোগে এখন থানায় শোভা পাচ্ছে শীতকালীন সবজির সবুজের সমারোহ।

খানসামা থানা সূত্রে জানা গেছে, করোনাকালে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে 'এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে' প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর ওসি শেখ কামাল হোসেন বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে থানার পেছনে প্রায় দুই বিঘা পতিত জমিতে এ সবজি ক্ষেত গড়ে তোলা হয়। এতে অর্গানিক পদ্ধতিতে বিভিন্ন শাক-সবজি চাষ করা হয়েছে। বিষমুক্ত এবং সতেজ এসব সবজি দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা চাহিদা মেটাচ্ছেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, চারদিকে ইট পাথরে ঘেরা চত্বরে স্বপ্ন বোনা ফসলের মাঠ। সেখানে শিম, টমেটো, মুলা, বেগুন, ওলকপি, ব্রোকপি, বাঁধাকপি, ফুলকপি, লাউ, আদা, রসুন, হলুদ, মরিচ, মাষকালাই, লালশাক, ডাটাশাক, পুঁইশাক, ধনিয়া পাতা, পেঁপে, পুদিনাসহ প্রায় ৩০ রকমের সবজি রয়েছে। ওসি ও দু'জন শ্রমিকের পরিচর্যায় ছোট চারা বেড়ে উঠছে, ধরছে ফসল। ধনে পাতার সুভাষ ছড়িয়ে পড়ছে বাতাসে-বাতাসে। নীরবেই মুলার শরীর মোটাতাজা হচ্ছে মাটির নিচে। প্রতিদিন সূর্য ওঠার পর ওসির সঙ্গে শ্রমিকরা ছুটে আসেন সবজি ক্ষেতে। শ্রমিকরা ক্ষেতে পানি দেয়া, আগাছা পরিষ্কার, নিড়ানি দেওয়াসহ পরিচর্যায় সারাদিন ব্যস্ত সময় পার করেন।

খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুয়ায়ী থানার পতিত জমিতে ২য় ধাপে শীতকালীন সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষমুক্ত এসব সবজি বাজারের তুলনায় অনেক ভালো। নিজে ও পুলিশ কোয়ার্টার ছাড়াও আশপাশের এলাকার লোকদের এসব সবজি বিতরণ করা হয়। তবে দেশের সরকারি-বেসরকারি সব অফিসের পতিত জমিতে এমন সবজি বাগান গড়ে তোলা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে