শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আক্কেলপুরে ইউএনওর উদ্যোগে জলাবদ্ধতা নিরসন!

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০
জয়পুরহাটের আক্কেলপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ক্যানেল খনন করা হয় -যাযাদি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন ও নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান। জলাবদ্ধতা নিরসনে প্রায় ৪-৫ হাজার একর জমির ফসল ফলাতে দুর্ভোগ পোহাতে হবে না কৃষকদের। ধানসহ মৌসুমি ফসল জলাবদ্ধতায় আর নষ্ট হবে না।

স্থানীয়রা জানান, উপজেলার তিলকপুর ইউনিয়নের ভাঁটকুড়ি মৌজা ও নওগাঁ সদর উপজেলার তিলকপুর মৌজা। দু'টি ইউনিয়নকে সংযুক্ত করেছে ভাঁটকুড়ি মৌজার একটি কালভার্ট। নওগাঁ বরেন্দ্র অফিসের তত্ত্বাবধানে এলাকার পানি নিষ্কাশনের জন্য একটি ক্যানেল করা হয়েছিল। কিন্তু আক্কেলপুর উপজেলারর অংশের জলাবদ্ধতা নিরসনের জন্য কোনো ক্যানেল ছিল না। দীর্ঘদিন থেকে বর্ষা মৌসুমে আক্কেলপুর উপজেলার তিলকপুর জাফরপুর, সোনামুখী অংশের প্রায় ৫ হাজার একর জমির ধান ও অন্যান্য ফসল বর্ষাকালে পানির নিচে তলিয়ে যায়। বিগত কয়েক বছর থেকে উভয় জনপদের জনসাধারণকে অনেকবার সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ব্যক্তিগত জমির ওপর দিয়ে কোর্ড ক্যানেল সম্প্রসারণ করাতে কেউ রাজি ছিলেন না। এমতাবস্থায় আক্কেলপুর ইউএনও এস এম হাবিবুল হাসান উভয় পক্ষকে সম্পৃক্ত করার জন্য এলাকাবাসী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একাধিকবার মতবিনিময় করে এ সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেন। এলাকাবাসী স্বেচ্ছায় তাদের জমি ছেড়ে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে