বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৮ জানুয়ারি ২০২২, ০০:০০

সমিতির নির্বাচন

\হস্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সিনিয়র আইনজীবী এমদাদুল হক খান সভাপতি এবং গোলাম কিবরিয়া হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ নুরুজ্জামান রিন্টু এবং আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন। আর ভোটে নির্বাচিত হন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, মহরা সম্পাদক হানিফ বেপারী, লাইব্রেরি সম্পাদক মফিজুর রহমান ও কার্যকরী সদস্য এমদাদুল হক মিলন, বদরুন নাহার কলি, তানভির আহম্মেদ তুহিন, রুবিনা আক্তার, আজিজুল হক মুকুল। মোট ২৭৮ ভোটারের মধ্যে ২৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট ফোরহাদুল ইসলাম।

কমিটির সভা

\হমহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মামুনুল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, আবুল কাশেম মাস্টার, সালাউদ্দীন, নাজমুল হুদা জিন্টু, মহেশপুর মডেল প্রেস ক্লাব সভাপতি আবুল হোসেন লিটন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী প্রমুখ।

মাসিক সভা

\হবোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত এবং বিদায়ী ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউএনও রেজাউল করিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, বোয়ালমারী থানার পরিদর্শক সালাহউদ্দিন প্রমুখ।

টাকা চুরির অভিযোগ

\হগুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর পৌর সদরে অবস্থিত 'হাট গুরুদাসপুর' পোস্ট অফিস থেকে বুধবার রাতে দুই লাখ ৫৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। পোস্ট অফিসে ব্যাংক এশিয়ার প্রতিনিধি সিএসও কেয়া খাতুন জানান, বুধবার অফিসের কার্যক্রম শেষে দুই লাখ ৫৮ হাজার টাকা ড্রয়ারে তালাবদ্ধ করে রেখে চলে যান। বৃহস্পতিবার সকালে এসে দেখেন টাকা নেই।

পোস্ট মাস্টার মিজানুর রহমান বলেন, প্রতিদিন কার্যক্রম শেষে জমানো টাকা গুরুদাসপুর থানায় জমা দেওয়া হয়। ব্যাংক এশিয়া তাদের সঙ্গে যুক্ত আছে। ব্যাংক এশিয়ার প্রতিনিধির কাছে টাকা থাকার কথা জানতে চাইলে তারা টাকা না থাকার কথা জানায়। তাদের নিজেদেরও ক্যাশ না থাকায় থানায় যাওয়া হয়নি। কিন্তু সকালে গিয়ে শুনেন ব্যাংক এশিয়ার প্রতিনিধির কক্ষ থেকে টাকা চুরি হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আর্থিক সহায়তা

\হদীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় জোন অধিনায়কের পক্ষ থেকে মেরুং ইউনিয়নের পূর্ণ চন্দ কারবারী পাড়ার একজনের সন্তানের চিকিৎসার জন্য বৃহস্পতিবার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জোন অধিনায়কের কার্যালয় থেকে জোন অধিনায়কের পক্ষে উপকারভোগীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন লে. কর্নেল হাসিন আনজুম। এ সময় তিনি বলেন, দীঘিনালা জোন সবসময় যেকোনো সহযোগিতায় এ অঞ্চলের সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

কৃষক প্রশিক্ষণ

\হদশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলার কৃষকদের তরমুজ চাষে আধুনিকায়নে বৃহস্পতিবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে পটুয়াখালীর লেবুখালীর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ ইদ্রিছ আলী হাওলাদার, রেজাউল করিম ও নাসিরা আক্তার।

কমিটির সভা অনুষ্ঠিত

\হবেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা কনফারেন্স রুমে ইউএনও আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স কমিটির সভা

\হতিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও এটিএম মোর্শেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, এসি ল্যান্ড কেএম আবু নওশাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।

অবহিতকরণ সভা

\হতেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরীক্ষামূলকভাবে বিদেশি ফুল টিউলিপ চাষের পাইলট প্রকল্পের বিষয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে অবহিতকরণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মহানন্দা কটেজের কনফারেন্স রুমে সাংবাদিক অবহিতকরণ সভার আয়োজন করে বেসরকারি সংস্থা ইএসডিও। সভায় ইএসডিও'র সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোর্ডিনেটর আইনুল হক জানান, চলতি বছরের ১ জানুয়ারি এ ফুল চাষের উদ্বোধন করেন ইএসডিও'র নির্বাহী পরিচালক ডক্টর মুহম্মদ শহীদ উজ জামান ও পরিচালক (প্রশাসন) সেলিমা আখতার। এতে অংশ নেন পঞ্চগড়ের ২৫ জন সাংবাদিক।

ইএসডিও'র প্রকল্পের আওতায় চাষিরা ৬ প্রজাতির ১২ কালারের টিউলিপ চাষ করছেন। এর মধ্যে অ্যান্টাকর্টিকা (হোয়াইট), ডাচ্‌ সানরাইস (ইয়োলো), পারপেল প্রিন্স (পারপেল), টাইমলেস (রেড হোয়াইট শেডি), মিল্কসেক (লাইট পিংঙ্ক), বারসেলোনা (ডার্ক পিংঙ্ক), নামে রংবেরঙ্গে টিউলিপ ফুলে ভরে উঠেছে বাগানে। এ ছাড়া অ্যাড রেম (অরেঞ্জ), লালিবেলা (রেড), দি ফ্রান্স (রেড), রিপেস্ন (অরেঞ্জ), ডেনমার্ক (অরেঞ্জ), স্ট্রং গোল্ডসহ (ইয়েলো) বিভিন্ন প্রজাতির টিউলিপ কলিতে ভরে গেছে বাগানগুলো।

থানা পরিদর্শন

\হনকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার)। বুধবার বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি নকলা থানা পরিদর্শন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া ও নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান। পরিদর্শনের শুরুতেই জেলা পুলিশের একটি চৌকস দলের সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি।

সচেতনতা বৃদ্ধি

\হডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় ওমিক্রন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ইউএনও বেলায়েত হোসেন, এসি ল্যান্ড ইবনুল আবেদিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

কমিটি গঠন

\হবকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে 'সাধুরপাড়া রক্তদান' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি বুধবার গঠন করা হয়। ১০৫ সদস্যের কমিটিতে মাহবুব খান রিয়াদকে সভাপতি ও খোকন মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মাহবুব খান রিয়াদ জানান, স্বেচ্ছাসেবী এই সংগঠনের মাধ্যমে তারা রক্তের ব্যাংক গঠন করবেন। কোন মানুষের রক্তের প্রয়োজন হলে এই সংগঠনের মাধ্যমে তাকে সহযোগিতা করবেন।

সাধারণ সভা

\হকুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ইউএনও ডা. নুরের জামান চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন এসি ল্যান্ড জিলস্নুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) জামাল খাঁন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লেনিন দে, আবাসিক প্রকৌশলী মু আবুল হাসনাত, সমবায় অফিসার ওসমান গণী, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন হায়দার প্রমুখ।

বাস সার্ভিস উদ্বোধন

\হআনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা-বরকল সড়কে এস. আলম পরিবহণের বাস সার্ভিস চালু করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বরকল ব্রিজ এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার। উদ্বোধন করেন নবনির্বাচিত চেয়ারম্যান কলিম উদ্দিন। এস আলম পরিবহণের অপারেশন ম্যানেজার আবেদ হোসেনের সভাপতিত্বে ও কবির আজাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ছগীর আজাদ, মামুনুর রশিদ প্রমুখ।

এককালীন অর্থ সহায়তা

\হপাবনা প্রতিনিধি

পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ৭৫ জন মৃত শ্রমিক পরিবারের সদস্যদের সাড়ে আট লাখ টাকা এককালীন সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস আনুষ্ঠানিকভাবে এই অর্থ সহায়তা তুলে দেন।

পাবনা বাস টার্মিনালে ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের সভাপতি শহিদুলস্নাহ শেখের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক গ্রম্নপের সহ-সভাপতি মোজাম্মেল হক কবির, ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি ফিরোজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন প্রমুখ।

অর্থদন্ড প্রদান

\হসুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে চার জুয়াড়িকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন ইউএনও মোহাম্মদ-আল-মারুফ। দন্ডিতরা হলেন- সবুজ মিয়া, দিজেন্দ্র সরকার, দীনেশ চন্দ্র সরকার ও কাশেম মিয়া। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি তৌহিদুজ্জামান।

কমিটির সভা

\হপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় ইউএনও রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডের পৌর আহ্বায়ক নুরুজ্জামান, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, চান্দের হাট বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মফিজুল হক, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান শহিদ হোসেন, টেলিনা সরকার হিমু, জিয়াউর রহমান, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক।

দল থেকে বহিষ্কার

\হআনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম চৌধুরীকে আওয়ামী লীগের সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এমএ মালেকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

\হ

মাছ বিক্রেতাকে জরিমানা

\হচন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে দেওয়ান হাট মৎস?্য আড়তে বন সর্দার নামে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৬ কেজি জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ করে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন ইউএনও সাদিয়া ইসলাম। উপজেলার দোহাজারী মাছ বাজার, দেওয়ান হাট মৎস্য আড়ত ও চন্দনাইশ পৌরসভার কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রধান সহকারী মুসলিম উদ্দিন, উপজেলা মৎস্য দপ্তরে ফিল্ড অফিসার সোলতান আহমদ ও ক্যচিংনু মারমা প্রমুখ।

নতুন কমিটি

\হমোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে বিজয়িনী ছাত্রী ফ্রন্টের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে নেত্রকোনা ল' কলেজের শিক্ষার্থী শেখ লুৎফা ও সাধারণ সম্পাদক পদে মহিলা কলেজের শিক্ষার্থী সাহিদা আক্তার মুক্তাকে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার আব্দুল মমিন স্মৃতি পরিষদে ১১ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সভাপতি বাবু বিমল চন্দ্র পালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য সাংবাদিক মাসুম আহম্মেদ, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান, মহিলা কলেজের প্রভাষক বিপস্নব রায়, পাইলট স্কুলের শিক্ষক পাপিয়া রানী, বালিকা বিদ্যালয়ের শিক্ষক রিনা আক্তার প্রমুখ।

আটজনের অর্থদন্ড

\হআজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাস্ক না পরে বের হওয়ায় আটজনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জলসুখা ও সদরের বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন ইউএনও সালেহা সুলতানা সুমী। অভিযানে একজন মোটর সাইকেল আরোহীসহ মোট আটজনকে জরিমানা করা হয়।

শুভেচ্ছা উপহার

\হস্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানকে বৃহস্পতিবার যায়যায়দিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। চেয়ারম্যানের কার্যালয়ে যায়যায়দিন পরিবারের পক্ষ থেকে স্টাফ রিপোর্টার চন্দন চক্রবর্তী, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানকে এ শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এ সময় অধ্যাপক তফসির উদ্দিন খান বলেন, যায়যায়দিন পত্রিকা করোনার সংক্রমণ প্রতিরোধে শুরু থেকেই সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে।

সংহতি সমাবেশ

\হগাইবান্ধা প্রতিনিধি

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সমর্থনে বৃহস্পতিবার সংহতি সমাবেশ হয়েছে গাইবান্ধায়। গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে গানাসাসের সামনে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদের জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক মিলন কান্তি বর্মণ, বাসদ মার্কসবাদীর জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি ওয়ারেছ প্রমুখ।

জরিমানা আদায়

\হডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় মাস্ক পরিধান না করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ অভিযান পরিচালনা করে ২৩ জনকে তিন হাজার ৮০০ টাকা জরিমানা করেন ডিমলার ইউএনও বেলায়েত হোসন ও এসি ল্যান্ড ইবনুল আবেদিন।

আইনশৃঙ্খলা সভা

\হকেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ইউএনও মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, ভাইস চেয়ারম্যান সাহিদুল হক, এসি ল্যান্ড আব্দুলস্নাহ আল রনি, ঢাকা জেলা প্রকৌশলী শাহজাহান আলী প্রমুখ।

আংশিক কমিটি

\হজৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন ও সদস্য সচিব সোহেল আহমদ রিমন স্বাক্ষরিত ৬টি ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার খবর বৃহস্পতিবার জানা যায়।

নিজপাট ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে ছয়ফুল আলম সভাপতি এবং গোলাজার হোসেন ফারহান সাধারণ সম্পাদক, জৈন্তাপুর ইউনিয়নে ইব্রাহিম আলী সাজু সভাপতি এবং জাহাঙ্গীর আলম জাবেদ সাধারণ সম্পাদক, চারিকাটা ইউনিয়নে আনোয়ার হোসেন সভাপতি এবং জুয়েল আহমদ সাধারণ সম্পাদক, দরবস্ত ইউনিয়নে মারুফ আহমদ শাকিল সভাপতি এবং মারুফ হোসেন তারেক সাধারণ সম্পাদক, ফতেপুর ইউনিয়নে সুয়েব আহমদ সভাপতি এবং জামাল আহমদ সবুজ সাধারণ সম্পাদক এবং চিকনাগুল ইউনিয়নে সালেহ আহমদ সুমেলকে সভাপতি ও রিমন আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মোটরসাইকেল চুরি

\হআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘির সান্তাহারে ফের বসতবাড়ির মেইন গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৫ জানুয়ারি গভীর রাতে উপজেলার সান্তাহার প্রবাসী পাড়ায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল মালিক সাগর হোসেন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

সান্তাহার প্রবাসী পাড়ার বাসিন্দা মোটরসাইকেল মালিক সাগর হোসেন সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাত ১০টায় বাসার বারান্দায় মোটরসাইকেল রেখে মেইন গেটে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে উঠলে তিনি দেখেন বাড়ির সদর মেইন গেটের তালা ভেঙে চোর তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনার ৭ দিন পূর্বে সান্তাহার রথবাড়ি এলাকার একটি বাসা থেকে ইউপি চেয়ারম্যান ও এক শিক্ষকের দুটি মোটরসাইকেল চুরি যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ।

সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, 'উদ্ধার তৎপরতা চলছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে