বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের শপথ গ্রহণ

  ০২ জুলাই ২০২২, ০০:০০
বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের শপথ গ্রহণ

বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২২-এর কার্যকরী পরিষদের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী সংসদের নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার চিনিশিল্প ভবনের ৯ম তলায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার এমপি।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান সিরাজ, বিএসএফআইসি চেয়ারম্যান (গ্রেড-১) মো. আরিফুর রহমান অপু, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সেক্টর করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ আহ্বায়ক খান সিরাজুল ইসলাম, বিএসএফআইসি সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, প্রকৌশলী মো. আতাউর রহমান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রায়হানুল হক, বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে নবনির্বাচিত ফেডারেশনের নেতৃবৃন্দের শপথ পাঠ করান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান সিরাজ। অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রায়হানুল হক স্বাগত বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে