শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক সংস্কারে অনিয়ম, এমপির নির্দেশে বিল বন্ধ

ম গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২২, ০০:০০

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক সংস্কার কাজে বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়। গত ৩ জুলাই সংবাদ পরিবেশন হলে সংবাদটি দৃষ্টিকাড়ে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর। এরপর সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান, উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকৌশলীকে কাজের অনিয়মের সত্যতা যাচাই করতে বলে। গত ৪ জুলাই তারা সকলেই উপজেলার ছয়ঘাটি থেকে বিয়ানাবোনা পর্যন্ত সড়ক সংস্কার কাজের অনিয়মের তদন্ত করতে যায় সরেজমিনে।

তদন্তে সংবাদে উঠে আসা রাস্তার উঠানো পুরাতন পাথর ও খোয়া মেশিন দিয়ে ভেঙে ও মিশিয়ে পুনরায় ব্যবহার করা এবং এসব সামগ্রী ব্যবহারে মাটিসহ অনেক ময়লা আবর্জনায় ভরপুর হয়ে থাকার সত্যতা পান।

গোদাগাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী সাদরুল ইসলাম বলেন, 'কাজে অনিয়ম পাওয়ার কারণে ঠিকাদারের বিল বন্ধ রাখা হয়েছে'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে