রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

ম গাইবান্ধা প্রতিনিধি
  ০৯ আগস্ট ২০২২, ০০:০০
ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ সমাবেশ
ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধায় ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন এবং ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

সোমবার বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ১ নম্বর রেলগেট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে আসাদুজ্জামান মার্কেটের সামনে এসে তারা এক সমাবেশে মিলিত হয়।

সংগঠনের সভাপতি কৃষক নেতা কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা শাখার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকা প্রমুখ।

সমাবেশ থেকে অবিলম্বে ইউরিয়া সার ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে কৃষি ও কৃষককে বাঁচানোর দাবি জানান।

সেইসঙ্গে কমরেড গোলাম সাদেক লেবুসহ নেতাকর্মীদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে