দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, 'বিএনপি চেয়েছে এদেশেরে মানুষকে ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করতে আর শেখ হাসিনা চান আমরা সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াই। আজকে সেই লক্ষ্যকে সামনে রেখেই শেখ হাসিনা সরকার মানুষের মৌলিক চাহিদা নিবারণ করে যাচ্ছে। শুক্রবার দিনাজপুরের কাহারোল উপজেলার বনড়া উচ্চ বিদ্যালয়ে 'এম এস গোপাল' ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিদ্যালয়ের সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সম্পাদক আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গুলজার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুলস্ন রায়।