শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে বিদু্যতের মিটার চুরি বেড়েই চলছে, দিশেহারা গ্রাহক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

সিরাজগঞ্জের রায়গঞ্জে আবারও বিদু্যতের মিটার ও ট্রান্সফরমার চুরি বেড়েছে। এই চোরচক্র থেকে রেহাই পাচ্ছেন না ইউপি চেয়ারম্যানসহ সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলছে, দিন দিন বেড়েই চলেছে এই মিটার চুরি, কিন্তু পলস্নী বিদু্যতের নেই তেমন নজরদারি। জানা যায়, প্রায় ছয় মাস আগে উপজেলার পূর্ব লক্ষ্ণীকোলা এলাকায় গণহারে প্রায় ১৮টি বিদু্যতের মিটার ও ট্রান্সফরমার চুরি হয়। সম্প্রতি আবারও প্রায় ১০টি বিদু্যতের মিটার চুরি হয়েছে। চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন পূর্ব লক্ষ্ণীকোলা এলাকার তাঁতকল মালিকরাসহ উপজেলার শিল্প কলকারখানার মালিকরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি মাসে গড়ে সিরাজগঞ্জ পলস্নী বিদু্যৎ সমিতি-১-এর আওতায় রায়গঞ্জ উপজেলায় ট্রান্সফরমার চুরি হয়েছে ১২টি। এদিকে সিরাজগঞ্জ পলস্নী বিদু্যৎ সমিতি-১-এর আওতায় চুরি যাওয়া প্রায় সবগুলো মিটারই তাঁতকল, চালকল, আর সেচকাজের সঙ্গে সংযোগ করা। মিটার চুরি হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে তাঁত কলের বিদ্যুৎ সংযোগ। এতে তাঁতবস্ত্র তৈরির সব ধরনের প্রক্রিয়া বন্ধ রয়েছে। বিপাকে পড়েছেন তাঁতকল মালিকরা।

এ ব্যাপারে রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, 'গত রাতে চুরি হওয়া মিটারের আমরা কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

এ দিকে রায়গঞ্জ ২নং এলাকার পলস্নী বিদ্যুৎ সমিতির পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মীর রফিকুল ইসলাম রতি বলেন, 'রায়গঞ্জে মিটার চুরির ঘটনা নতুন কিছু নয়। কঠিন নজরদারিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।'

সিরাজগঞ্জ পলস্নী বিদু্যৎ সমিতি-১ এর রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতি জোনের এজিএম জানান, 'রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষ্ণীকোলা এলাকায় প্রায় ১০টি মিটার চুরির কথা শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলায় গড়ে প্রতি মাসে প্রায় ১২টি মিটার ও ছয়টি টান্সফরমার চুরি হয়। চোরচক্র মিটারের পাশে বিকাশ নম্বর দিয়ে চলে যায়। পরে বিকাশে ফোন দিলে গ্রাহকের কাছে টাকা দাবি করে তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি বিকাশ নম্বর ট্র্যাকিং করে তাহলে হয়তো চরচক্রের মূল হোতা ধরা সম্ভব।'

তিনি আরও জানান, পলস্নী বিদু্যৎ সমিতির পক্ষ থেকে মিটার চুরি রোধে মাইকিংসহ লিফলেট বিতরণ ও গ্রাহকদের মিটার পাহারা দেওয়ার জন্য বলা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে