শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

'প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন'

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৩, ০০:০০
'প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন'

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ চান। তিনি দেশের সব ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন। প্রধানমন্ত্রী পার্বত্য জেলাগুলোতে মসজিদ, মাদ্রাসা, বৌদ্ধ বিহার, মন্দির, গির্জা নির্মাণ করে দিচ্ছেন। এছাড়া চলাচলের পথকে সহজ ও সুগম করতে সমতলসহ পার্বত্য এলাকাগুলোতে পাকা রাস্তা, ব্রিজ, কালভার্ট ইত্যাদি নির্মাণ করে দিচ্ছেন। এজন্য তিনি পার্বত্য তিন জেলার উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন।

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের বিশ্ব শান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলনের দুই দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ইউএনও শান্তনু কুমার দাশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহা আলম, কাপ্তাই সার্কেল রওশানারা রব, জেলা পরিষদের সদস্য লক্ষ্ণীপদ দাস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে