সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

গফরগাঁওয়ে নিভৃত পলস্নীতে দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০
গফরগাঁওয়ে নিভৃত পলস্নীতে দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিভৃত পলস্নীতে দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের আয়োজনে এ মেলা হয়। এতে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন।

মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি ফাইজুস সালেহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মুনিরুছ সালেহীন। মেলায় ১৯টি প্রকাশনী সংস্থাসহ ২২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

জানা গেছে, ২০২১ সাল থেকে পাঁচবাগ ইউনিয়নের শাঁখচূড়া গ্রামে শিক্ষাবিদ মুসলেহ উদ্দিনের নামে গড়ে ওঠা পাঠাগার ও ফাউন্ডেশন এ বইমেলার আয়োজন করে থাকে। একই সঙ্গে উপজেলাব্যাপী জিপিএ-৫ প্রাপ্তদের মেধাবৃত্তি প্রদান করা হয়ে থাকে।

শিক্ষাবিদ মুসলেহ উদ্দিনের কনিষ্ঠ সন্তান সিনিয়র সচিব ডক্টর আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, 'আলোকিত মানুষ ও আলোকিত সমাজ গড়ে তুলতে আমার বাবার নামে প্রতিষ্ঠিত পাঠাগার ও ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে