বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

'কোনো অপশক্তির কাছে আ'লীগ মাথা নত করবে না'

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৩, ০০:০০
'কোনো অপশক্তির কাছে আ'লীগ মাথা নত করবে না'

যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতা শেষ হয়নি। স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমরা এখন স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছি। আমরা স্বাধীনতা ভুলুণ্ঠিত হতে দিতে পারি না। চির ভাস্কর হয়ে থাকবে স্বাধীনতা। তাই আওয়ামী লীগের বন্ধুদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সারা বিশ্বের মানুষ স্বীকার করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। রোববার যশোরের বাঘারপাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শহিদুলস্নাহ, জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, বাবলু কুমার সাহা, জাকির হোসেন, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভাষ দেবনাথ অভিরাম, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে