শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নাজিরপুরের ৬নং ইউপির উপ-নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থী রাসেল

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
  ২৬ মে ২০২৩, ০০:০০
নাজিরপুরের ৬নং ইউপির উপ-নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থী রাসেল

চেয়ারম্যান পদে পিরোজপুরের নাজিরপুরে ৬নং সদর নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রাসেল সিকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৪৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী তানভীর হাসান ডালিম পেয়েছেন ৪ হাজার ৫২৪ ভোট। আরিফুর রহমান খান টুবুল স্বতন্ত্র (চশমা) ৪১৪, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী মুফতী মো. এজায খান (হাতপাখা) ৪৯১ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সিকদার (মোটর সাইকেল) ৭৪ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়; যা চলে বিকাল ৫টা পর্যন্ত। কোনও কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।

উলেস্নখ্য, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার মৃতু্যবরণ করায় সদর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে পদটি শূন্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে