শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসটিআই'র মোবাইল কোর্ট পরিচালনা

নতুনধারা
  ০১ জুন ২০২৩, ০০:০০

ঢাকা জেলার বাড্ডা থানাধীন এলাকায় মঙ্গলবার ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিএসটিআই। সংস্থার আইন, ২০১৮ অনুসারে পণ্য স্কিন লোশন, টোনার, ফেশ ওয়াশ, শ্যাম্পু এর অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করায় ন্যাচারস ডিউ, দাগ-১৬৯৯, কবরস্থান রোড, সাতারকুল, বাড্ডা, ঢাকা প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত ১. সিটিজেন সিএনজি এন্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশন, গ-৯৫/১, মধ্য বাড্ডা, প্রগতি সরণি, ঢাকা-১২১২ এবং ২. মক্কা সিএনইজ রিফুয়েলিং স্টেশন এন্ড কনভারশন লিঃ, চ-১০৭/১-এ, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২ তে জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।

মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে রিয়াজ হোসেন মোলস্না, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আব্দুলস্নাহ আল নাহিদ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ম সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে