সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে পরিবেশ ও স্বাস্থ্যে পস্নাস্টিকের প্রভাব শীর্ষক সেমিনার

নতুনধারা
  ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে শনিবার, সুইডিস ইনস্টিটিউট অ্যালামনাই নেটওয়ার্ক এবং সুইডেন অ্যালামনাই নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজনে 'পরিবেশ ও স্বাস্থ্যে পস্নাস্টিকের প্রভাব' বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সুইডিস ইনস্টিটিউট অ্যালামনাই নেটওয়ার্ক বাংলাদেশের চেয়ারপারসন মো. হারুন-অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম দেলোয়ার হোসেন। সেমিনারে রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, ফার্মেসি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর মো. আসলাম হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটরসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কনসালট্যান্ট এবং স্বাস্থ্য ও পুষ্টি সংস্থার চেয়ারম্যান ডা. আবু জামিল ফয়সাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মিহির লাল সাহা। আলোচনায় অংশ নেন ঢাবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর জসিম উদ্দিন, প্রফেসর নুরুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর মো. মনিরুজ্জামান।

পস্নাস্টিক ব্যবহারে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক তুলে ধরে পস্নাস্টিক ব্যবস্থাপনার ওপরে সুইডেন সরকারের ব্যবস্থাপনার আলোকে বাংলাদেশে পস্নাস্টিক ব্যবস্থাপনায় গতিশীলতা আনায়নের সুপারিশ করা হয়। প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. জাহাঙ্গীর আলম আয়োজক সংস্থার পক্ষ থেকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 'পস্নাস্টিক মুক্ত সপ্তাহ' ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন ঘোষণা করেন এবং অ্যাডাস্ট ক্যান্টিনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পস্নাস্টিক ব্যবহার কমানোর জন্য সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের স্বাগত বক্তা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন সুইডেন অ্যালামনাই নেটওয়ার্ক বাংলাদেশের চেয়ারপারসন মো. মাহমুদুর রহমান। ম সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে