সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

নববধূসহ ছয় জেলায় ৬ জনের অপমৃতু্য

স্বদেশ ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
নববধূসহ ছয় জেলায় ৬ জনের অপমৃতু্য

হত্য-আত্মহত্যা, বিদু্যৎস্পৃষ্ট ও পানিতে ডুবে নববধূসহ ছয় জেলায় ছয়জনের অপমৃতু্য হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার, বরিশালের আগৈলঝাড়া, রাঙামাটির রাজস্থলী, ময়মনসিংহের গফরগাঁও, নওগাঁর আত্রাই এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসব মৃতু্যর ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় শিবু সরকার (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে খাগকান্দা নৌ ফাঁড়ি পুলিশ। গত রোববার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি সদাসদী এলাকার কূঞ্জ মোহন সরকারের ছেলে বলে জানা গেছে।

খাগকান্দা নৌ-পুলিশের ইনচার্জ ইন্স্েপক্টর আসাদুজ্জামান জানান, সন্ধ্যায় ওই স্থানে লাশটি পানিতে ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃতু্যর রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের আগৈলঝাড়ায় এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নববধূর ভাই বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে থানায় মামলা করলে পুলিশ নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, গত দুই মাস আগে উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের খোকন খাঁর ছেলে নয়ন সরদারের সঙ্গে প্রেম করে পাশের গৌরনদী উপজেলার লক্ষণকাঠী গ্রামের আতাহার শেখের মেয়ে মীম আক্তার (১৮) বিয়ে করেন। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে মীমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী নয়ন ও তার পরিবারের লোকজন। রোববার দুপুরেও তুচ্ছ ঘটনা নিয়ে নয়ন ও তার পরিবার মীমের মোবাইলে ফোন করে ঝগড়া করেন। তখন মীমকে গলায় রশি দিয়ে মরতে বলেন স্বামী ও তার পরিবারের লোকজন। এ কারণে তাদের ওপর অভিমান করে বিকালে মীম টয়লেটের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলী উপজেলার তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া আগাপাড়া এলাকায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। ওই কৃষকের নাম মংশৈইথোয়াই মারমা (৫৫)। তিনি বাঙালহালিয়া নাইক্যছড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত ক্যসিংহ্লা মারমার ছেলে। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চন্দ্রঘোনা থানার ওসি সফিউল আজম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আদোমং মারমার কাছ থেকে খবর পেয়ে নাইক্যছড়া স্কুলের মাঠ সংলগ্ন হতে তার লাশ উদ্ধার করা হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ের ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় সাথী (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পাগলা থানা পুলিশ। সাথী কিশোরগঞ্জ সদরের ফিসারি রোডের ছালামের মেয়ে।

পাগলা থানার ওসি (তদন্ত) সজীব রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে আইনুল হক লালো নামে একজনের মৃতু্য হয়েছে। গত রোববার বিকালে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লালো ওই গ্রামের মৃত আসাদের ছেলে।

স্থানীয় ইউপি সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম জানান, টিনের বেড়ার নতুন ঘরে ফ্রিজ স্থানান্তর করার সময় তারের সঙ্গে জড়িয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান লালো।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জেরে কেড়ির বড়ি খেয়ে ইব্রাহীম মিয়া (৩৪) নামে এক ব্যক্তির মৃতু্য হয়েছে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তার মৃতু্য হয়। এর আগে রোববার রাত ১২টার দিকে কেড়ির বড়ি খেয়ে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। নিহত ইব্রাহীম উপজেলার ধরখার ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।

ধরখার ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য আশেক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে তিনি বড়ি খেয়েছেন, এ ব্যাপারে কিছু বলতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে