যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেছেন, 'দেশের মানুষের সেবা করার শপথ নিয়েই কাজে নেমেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রম্নতি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে কাজ করতে হবে।'
বুধবার যশোরের বাঘারপাড়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, ওসি শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, বাবলু সাহা, আরিফুল ইসলাম তিব্বত, সবদুল হোসেন খান প্রমুখ।