সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

'বাংলাদেশে রয়েছে বস্নম্ন ইকোনমি নির্ভর পর্যটন'

গাজীপুর প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর মশিউর রহমান বলেছেন, 'বাংলাদেশে বস্নম্ন ইকোনমি নির্ভর অপার সম্ভাবনা রয়েছে। আমাদের সমুদ্র সম্পদের যদি সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারি তাহলে পর্যটনের অনেক নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে। '

বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ টু্যরিজম বোর্ড আয়োজিত 'পর্যটন শিল্পে কর্মসংস্থানের সম্ভাবনা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ডক্টর মশিউর রহমান।

মশিউর রহমান আরও বলেন, 'আমাদের দক্ষ নাগরিক তৈরির কোনো বিকল্প নেই। আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে হলে যারা আমাদের শিক্ষার্থী এবং তরুণ প্রজন্ম রয়েছে তাদেরকেই দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। কারণ বিশ্বের অন্যান্য দেশের তরুণের সঙ্গে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে।'

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের হোটেল ম্যানেজমেন্ট এন্ড টু্যরিজম বিভাগের শিক্ষক ডক্টর আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ টু্যরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে