শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দিনাজপুরে নারী শ্রমিককে কুপিয়ে হত্যার মূল আসামি গ্রেপ্তার

মধ্যনগরে ভারতীয় চিনি ও আড়াইহাজারে ইয়াবাসহ আরও দুইজন আটক
স্বদেশ ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৩, ০০:০০
দিনাজপুরে নারী শ্রমিককে কুপিয়ে হত্যার মূল আসামি গ্রেপ্তার
দিনাজপুরে নারী শ্রমিককে কুপিয়ে হত্যার মূল আসামি গ্রেপ্তার

দিনাজপুর শহরে এক নারী হোটেল শ্রমিককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও সুনামগঞ্জের মধ্যনগরে ভারতীয় চিনি ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইয়াবাসহ আরও দুইজনকে আটক করা হয়েছে। রোববার প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর শহরের কালুর মোড়ে মহিলা হোটেল শ্রমিক জয়া বর্মন (৩২)কে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মূল হত্যাকারী তরিকুল ইসলাম চান্দু (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। রোববার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্তি পুলিশ সুপার আব্দুলস্নাহ আল মামুন।

এ সময় তিনি বলেন, চান্দু পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটিয়েছে।

নারী হোটেল শ্রমিক জয়াকে কুপিয়ে হত্যার পর হত্যাকারী তরিকুল আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা নজরধারী ও প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার দিনগত রাতে দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকের হাটবাজারের মাহিন সুইট নামীয় মিষ্টির দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তরিকুল ইসলাম চান্দু দিনাজপুর জেলা সদরের মুরাদপুর দামপুকুর গ্রামের আশরাফ আলীর পালক সন্তান। নিহত গৃহবধূ জয়া ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বনডাঙ্গা গ্রামের সপাল রায়ের স্ত্রী।

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের মধ্যনগরে ৪৪ বস্তা ভারতীয় চিনিসহ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের গুলগাঁও গ্রামের তার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত চোরাকারবারি হলেন, উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের গুলগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে খোকন মিয়া (২৫)। মধ্যনগর থানার ওসি এমরান হোসেন এ কথা নিশ্চিত করেন।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওমরসানী (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে গোপালদী তদন্তকেন্দ্রের পুলিশ। শনিবার বিশনন্দী ফেরীঘাট এলাকার বাংলাদেশ ফলিতপুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওমরসানী উপজেলার গোপালদী পৌরসভার কলাগাছিয়া গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে। এ ব্যাপারে তদন্ত কেন্দ্রের এস আই সোহাগ সাহা বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন। তাকে রোববার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে