চট্টগ্রামের হাটহাজারীতে নাজিরহাট-খাগড়াছড়ি মিনিবাস মালিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার আমানবাজারের একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।
মালিক সমিতির সভাপতি ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। হাটহাজারীতে যানজট নিয়ে প্রধান অতিথি বলেন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট রেললাইন হয়ে যদি বাইপাস সড়ক করা হয়, তাহলে দীর্ঘস্থায়ী সমাধান হবে। সবচেয়ে বেশি প্রয়োজন মালিক, শ্রমিক ও যাত্রীদের সচেতনতা।
মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহজাহান ও দপ্তর সম্পাদক মেহফুজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বার্ষিক রিপোর্ট তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী।
সভায় বিশেষ অতিথি ছিলেন- উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহাম্মেদ খাঁন প্রমুখ।