ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বেকারী মালিক ও চুয়াডাঙ্গার জীবননগরে দু'টি চানাচুর কারখানার মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে এক বেকারী মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবতী।
এ সময় নদী থেকে ১৫টি রিং জাল, ৩০টি কারেন্ট জাল ও ২০০ মিটার বেড়জাল জব্দ করে। আদালত বড় বাজার একটি মাছের আড়ৎ থেকে ৮০ কেজি বিদেশি মাগুর মাছ জব্দ করে।
এদিকে ভ্রাম্যমাণ আদালত উপজেলার মোগড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির দায়ে বিসমিলস্নাহ বেকারীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম।
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার জীবননগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও ট্যানারিতে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করায় দু'টি চানাচুর কারখানার মালিককে অর্থ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহাম্মেদ সোমবার জীবননগর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ইয়াছিন ফুড ও কাশিপুর গ্রামের শারমিন চানাচুর কারখানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে কারখানা দু'টিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও চামড়া শিল্পে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করায় ইয়াছিন ফুডের মালিক রফিকুল ইসলামকে ১৫ হাজার টাকা এবং শারমিন চানাচুর কারখানার মালিক মাহফুজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।