সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে এবার বাদীর বিরুদ্ধেই মামলা!

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  ২১ অক্টোবর ২০২৩, ০০:০০

ফরিদপুরের বোয়ালমারীতে এক বছর আগে সংঘটিত জোড়া খুনের ঘটনার দায়েরকৃত মামলার বাদীর বিরুদ্ধেই বিজ্ঞ আদালতে মামলা করেছেন জনৈক নিহতের স্ত্রী। নিহত খায়রুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে আগের মামলার বাদী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকিসহ (৫৮) ১৫ জনকে আসামি করে গত ১৫ অক্টোবর এ মামলা করেন। এর আগে ২০২২ সালের ৭ মে দায়েরকৃত ওই মামলার বাদী ছিলেন মোস্তফা জামান সিদ্দিকী। এক আদেশ বলে আদালত ওই মামলার কার্যক্রম স্থগিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন, মামুন (৪৫), হাসানুর (৩৬), মাজেদ ফকির (৫৫), মো. জাফর সেক (৪৭), গফফার সেক (৪৫), নাছির সেক (৩৮), নাজির সেক (২৮), বিলস্নাল (৪৪), হিলস্নাল (৩৬) প্রমুখ।

জানা যায়, ২০২২ সালের ৩ মে ঈদের নামাজের জামাতকে কেন্দ্র করে মসজিদে তালা দেওয়া নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে আসামিদের বিরোধ সৃষ্টি হয়। মামলার বাদীর স্ত্রী খায়রুল ইসলাম ও অপর এক ব্যক্তি আকিদুল ইসলাম আসামিদের কথামতো তাদের নেতৃত্বে ঈদের নামাজ পড়তে না যাওয়ায় আসামিগণ ক্ষিপ্ত হয়ে নিহতদের বসতবাড়িতে গিয়ে খায়রুল ইসলাম ও আকিদুল মোল্যাকে জোরপূর্বক টানাহেঁচড়া করে লাল মিয়ার বসতবাড়ির নিকট নিয়ে যায়। সেখানে মোস্তফা জামান সিদ্দিকীর নেতৃত্বে অপর আসামিরা খায়রুল ইসলাম ও আকিদুল মোল্যাকে কুপিয়ে হত্যা করে।

মামলার বাদী নাসিমা বেগম বলেন, হত্যার বিচারের জন্য বোয়ালমারী থানায় ওই সময় মামলা করতে গেলে মোস্তফা জামান সিদ্দিকী মামলা হয়েছে বলে আমাদেরকে জানান। তিনি বলেন, আমাদের আর কোনো মামলা করা লাগবে না। পরবর্তীতে জানতে পারি আসামিগণ উক্ত ঘটনা হতে নিজেদেরকে বাঁচানোর জন্য এলাকার নিরীহ নির্দোষ কিছু লোকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা পরবর্তীতে মামলা করার উদ্যোগ নিলে আসামিগণ আমাদেরকে জীবননাশের হুমকি দিয়ে জিম্মি করে রাখে। এজন্য বিজ্ঞ আদালতে মামলা করতে বিলম্ব হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে