রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ব্রিজের অভাবে সাঁকো দিয়ে পারাপার ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ব্রিজের অভাবে সাঁকো দিয়ে পারাপার ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রিজের অভাবে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ খাল পারাপার -যাযাদি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুধুমাত্র একটি ব্রিজের অভাবে দীর্ঘ সময় ধরে বাঁশের সাঁকো দিয়ে খাল পারাপার হচ্ছেন কয়েক গ্রামের মানুষ। উপজেলার বৃহত্তর মেঘনা নদীবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের কয়েক গ্রামের মানুষকে এ কষ্ট পোহাতে হচ্ছে। ব্রিজটি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্বকান্দি সাহেব বাজার এলাকার বিবিরকান্দি-পূর্বকান্দি গ্রামের সংযোগ স্থলে মেঘনা নদী থেকে আসা একটি খালের উপর অবস্থিত।

এলাকাবাসী জানায়, বিগত ১৫ বছরের উন্নয়নে আড়াইহাজারের কোনো জায়গায় সাধারণত এখন আর বাঁশের সাঁকো দেখতে পাওয়া যায় না। তারা এই সাঁকোর স্থলে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান।

সরেজমিনে গিয়ে জানা গেছে, সাঁকোটি দিয়ে পূর্বকান্দি সাহেববাজারে যাতায়াত করে থাকেন আশপাশের ৪ থেকে ৫ গ্রামের মানুষ। নড়বড়ে এ সাঁকোটি দিয়ে মহিলা, শিশু এবং ৯৪ নম্বর আমির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে অনেক কষ্ট পোহাতে হয়। মাঝে মধ্যে সাঁকো থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটে থাকে। তাছাড়া, গোপালদী বাজার, হোমনা বাজার ও সোনারগাঁ থেকে পূর্বকান্দি সাহেব বাজারে কয়েক লাখ টাকার মালামাল আসে। সেগুলো ব্রিজের এক পাশে নামাতে হয়। পরে আবার বোঝা বয়ে মালামালগুলো সাহেব বাজারে আনতে হয়।

কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফাইজুল হক ডালিম জানান, 'সাঁকোটির স্থলে একটি ব্রিজ নির্মাণ করার জন্য এলাকাবাসীর দাবি দীর্ঘ দিনের। ব্রিজটি নির্মাণের জন্য স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর মাধ্যমে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে