বর্ধিত সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, সহ-সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, আনোয়ারুল ইসলাম বিরু, গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়
\হআনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী কমিটির নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন সুগ্রীব কুমার মজুমদার দোলন। এ উপলক্ষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। শনিবার চট্টগ্রাম নগরীর সার্সন রোডে মন্ত্রীর বাসভবনে এ শুভেচ্ছা জানানো হয়। পরে ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ান করিম চৌধুরী সায়েমকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এস এম আলমগীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রমুখ।
সুন্নি কনফারেন্স
\হবাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা আহলে সুন্নাতুল জামাত যুব পরিষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক কনফারেন্স ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার ঐতিহাসিক ডাকবাংলা ময়দানে পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া নভেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, রফিকুল ইসলাম গোলাপ, বাজিতপুর পৌরসভার কাউন্সিলর কামাল খান, গাজিরচর ইউপি চেয়ারম্যান আব্দুল অহাব জুয়েল, যুব পরিষদের সম্পাদক আজিজুল হক উজ্জল, যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির জীবন প্রমুখ।
মতবিনিময় সভা
\হদুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী। শনিবার পৌর শহরের তেরীবাজারে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদারের সভাপতিত্বে ও সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর মেয়র আব্দুস সালাম প্রমুখ।
মেধাবৃত্তি প্রদান
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বাঁশখালী ফাউন্ডেশনের ৩২তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি জামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিরেক্টর আশরাফুল মোস্তফা চৌধুরী, অধ্যাপক সুজন বড়ুয়া, কবি কমরুদ্দিন আহমদ প্রমুখ।
সম্মাননা প্রদান
\হবরুড়া (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার বরুড়ায় ডা. রুহুল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে অবসরগ্রহণকারী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার ফাউন্ডেশনের ৩১ বছরপূর্তি উপলক্ষে প্রধান পৃষ্ঠপোষক ডা. রুহুল আমিনের তত্ত্ব্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন বরুড়া হাজি নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবদুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ আলম প্রমুখ।
অভিভাবক সমাবেশ
\হচিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীর শেরেবাংলা ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের শতভাগ পাসের লক্ষ্যে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়। বিশেষ অতিথি ছিলেন শামীম আনোয়ার বাবু, কাজী আবু শাহীন, মিজানুর রহমান খান, রিয়াজুল ইসলাম রিয়াদ, রমণী রঞ্জন বিশ্বাস প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম পাবনা প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে 'শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ' কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসু্যরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ডক্টর মীর খালেদ ইকবাল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (রাজশাহী) উপ-পরিচালক (প্রশাসন) আ ত ম আবদুলস্নাহেল বাকী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডক্টর নূর আলম।
বর্ষপূর্তি উদযাপন
\হধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে মা ফাতেমা (রা.) জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শনিবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু। হাসপাতালের পরিচালক শামীম হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক, ওসি রবিউল ইসলাম, পৌর মেয়র এজিএম বাদশাহ প্রমুখ।
নৌকা বিতরণ
\হকয়রা (খুলনা) প্রতিনিধি
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে খুলনার কয়রায় প্রতিবন্ধীদের মধ্যে নৌকা ও ফুড প্যাক বিতরণ করা হয়েছে। রোববার ইরান এন লাইভ স্বাবলম্বী প্রজেক্টের আওতায় ও আর্ন অ্যান্ড লিভ খুলনা শাখা এ আয়োজন করে। কয়রা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাঠমার চর গ্রামের প্রতিবন্ধী আজিজার সরদারের হাতে নৌকা ও ফুড প্যাক তুলে দেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উত্তর বেদ কাশী ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, ইউপি সদস্য আবু হাসান, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
নির্বাচন অনুষ্ঠিত
\হমাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদী উপজেলার নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৬৯ ভোট পেয়ে তাবারক হোসেন প্রথম, ২৬২ ভোট পেয়ে মামুন মিয়া দ্বিতীয়, ২৫১ ভোট পেয়ে আব্দুল মোমেন তৃতীয় ও ২৩১ ভোট পেয়ে আব্দুল কুদ্দুস আলী চতুর্থ হয়ে নির্বাচিত হন। ইতিপূর্বে ১১ সদস্যের ম্যানেজিং কমিটির একজন দাতা সদস্য, একজন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, দুইজন সাধারণ শিক্ষক প্রতিনিধি, একজন মহিলা শিক্ষক প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ব্যাডমিন্টন খেলা
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাল সবুজ উন্নয়ন ক্লাবের আয়োজনে খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি নূরনবী, সহ-সভাপতি আব্দুল বারিক, সম্পাদক হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, সদস্য আলমামুন, শাহীদ ও মাসুদ রানা প্রমুখ।
ধান সংগ্রহ
ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে চলতি মৌসুমে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গাজীউল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা তৌফিক, সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ। জানা গেছে, চলতি মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় কৃষকদের কাছ থেকে ৩০ টাকা দরে ৭৪৫ মেট্রিকটন ধান ও ৪৪ টাকা দরে ৭৪২ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস'র উদ্যোগে দুই দিনব্যাপী নেতৃত্ব ব্যবস্থাপনা, অ্যাডভোকেসি, লবিং ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা অফিস কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরহাদ আজিম ও মাঠ কর্মকর্তা সোলায়মান। প্রশিক্ষণে প্রকল্পের কার্যক্রম, এগ্রো-ইকোলজি, ইউনিয়ন পর্যায়ে ফোরাম গঠন, নেতা ও নেতৃত্বের গুণাবলিসহ সরকারের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান এবং তাদের সেবা ও সুযোগ সুবিধাপ্রাপ্তি বিষয়ক আলোচনা করা হয়।
সনদপত্র বিতরণ
ম গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা প্রদানকারী সার্ভিস প্রোপ্রাইটারদের নিয়ে দু'দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রোববার সদর উপজেলা সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি ডিরেক্টর ডক্টর এলভিনা মুসতারি, আরএইচআরএন-২-এর প্রজেক্ট অফিসার তৌসিন আহমেদ সোহেল, আরএইচস্টেপ'র গাইবান্ধা প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক, প্রোগ্রাম ম্যানেজার ডক্টর রেজওয়ান রহমান, গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডা. আসাদুল হক প্রমুখ।
আলোচনা সভা
ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার দাউদকান্দিতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়ার সভাপতিত্বে ও সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিলস্না-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডক্টর আব্দুল মান্নান জয়, যুগ্ম সম্পাদক বাসুদেব ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার।
বিশ্ব ইজতেমা
ম ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ৭ ডিসেম্বর থেকে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে। শনিবার ইজতেমা মাঠ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান। জানা গেছে, ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯তম এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, পৌর মেয়র এজিএম বাদশাহ, ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ুন কবির, সাংবাদিক সোহেল আক্তার মিঠু।
নির্মাণ কাজ উদ্বোধন
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে পশ্চিম আন্দার মানিক উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রধান উদ্যোক্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহীম। বাওয়া স্কুলের শিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ভুজপুর শাখার ম্যানেজার অপারেশন্স জাহাঙ্গীর আলম চৌধুরী রাসেল, ভুজপুর থানা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবুল দে প্রমুখ।
কুইজ প্রতিযোগিতা
ম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব এইডস দিবস উপলক্ষের্ যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার দৌলতদিয়া যৌনপলস্নীর পাশে অবস্থিত গণস্বাস্থ?্য কেন্দ্রের মাঠে 'পায়াক্ট বাংলাদেশ' ও 'গণস্বাস্থ?্য কেন্দ্র' নামক দুইটি বেসরকারি সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। পায়াক্ট বাংলাদেশ'র ম্যানেজার মজিবর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন গণস্বাস্থ?্য কেন্দ্রের ব?্যবস্থাপক জুলফিকার আলী, ডা. সৌরভ কুমার বিশ্বাস, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন প্রমুখ।
বর্ধিত সভা
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত। শনিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিলস্নাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক বিজন কুমার চন্দ্র, সহ-সভাপতি জিএস মিজানুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা প্রমুখ।
দিবস পালিত
ম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে। রোববার কমরেড আব্দুল বারী পাঠাগারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তা পাঠাগারের সভাপতি তাহমিনা সাত্তার। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র লতিফুর রহমান রতন। আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আকন্দ, পাঠাগারের সাধারণ সম্পাদক পাপিয়া আক্তার খাতুন, জোৎস্না আজাদ, প্রেস ক্লাবের সম্পাদক মাসুম আহম্মেদ, ফাতিমা আক্তার রুপা, আলী মাহমুদ, সাইদা আক্তার সাদিয়া প্রমুখ।