রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাই ভোট কেন্দ্রে যাবেন -ডেপুটি স্পিকার

পাবনা প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
পাবনার সাঁথিয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার ও নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুক -যাযাদি

ডেপুটি স্পিকার, পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, 'কারও হুমকিতে আমরা কাতর নই। বিভিন্ন সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করেই আওয়ামী লীগ রাজনীতি করছে। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধর্মবর্ণ, দলমত নির্বিশেষে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।'

বুধবার বিকালে পাবনার সাঁথিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বোয়ালমারী কামিল মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'সংগঠন না থাকলে, জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলে কখনো বিজয়ী হওয়া যায় না। আমার প্রতিপক্ষ ট্রাকের প্রার্থী আওয়ামী লীগের সঙ্গে বেঈমানি করেছেন। জামায়াত-বিএনপির সঙ্গে বেঈমানি করে নিজের অস্তিত্ব সংকটে পড়ে আছেন। তিনি কি করে জনগণের ভোটে নির্বাচিত হবেন। তিনি গণফোরামের ফোরামে গিয়েও এখন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের নামে দেশের সুনাম ক্ষুণ্ন ও দেশ-বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।'

সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা-বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

জনসভায় পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান আসম আব্দুর রহিম পাকন, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুর রহমান বাচ্চু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে