শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

'নিরাপত্তার চাদরে ঘেরা হয়েছে নন্দীগ্রামের নির্বাচনী এলাকা'

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

আগামীকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নন্দীগ্রামের নির্বাচনী মাঠের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে ওসি আজমগীর হোসেন বলেন, 'বর্তমানে নন্দীগ্রাম থানা সদরসহ পাঁচটি ইউনিয়নে নিরাপত্তার চাদরে ঘেরা হয়েছে। মাঠে রয়েছে দুই পস্নাটুন বিজিবি, দুই পস্নাটুন সেনাবাহিনী, এপিবিএন, এক পস্নাটুন পুলিশসহ রয়েছে আনসার বাহিনী। এ ছাড়া রয়েছে গোয়েন্দা নজরদারি, ডিএসবি, ডিজিএফআই ও বিশেষ গোয়েন্দা টিম, তারা সবসময় সদরসহ উপজেলার সব রাস্তাঘাটে টহল শুরু করেছে।'

তিনি জানান, 'যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৪ ঘণ্টায় ওইসব নিরাপত্তাকর্মীদের টহল অব্যাহত থাকবে। কোনো সংবাদ পাওয়ামাত্রই ছুটে যাবে তারা।'

উলেস্নখ্য, ভোটের দিন এই উপজেলায় থাকবেন তিনজন ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম। সব মিলিয়ে বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে