শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে মিছিলে হামলায় নৌকার ৮ সমর্থক কারাগারে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মুজিবুর রহমান সিআইপির মিছিলে হামলার ঘটনায় নৌকা প্রতীকের ৮ সমর্থককে জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদের বাঁশখালী আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান।

আসামিরা হলেন- বাঁশখালী পৌরসভার উত্তর জলদী গ্রামের রেজবা (২৮), কায়জাসেদ প্রকাশ প্রমি (২৪), মো. রাশেদ (২৬), রাশেদ (২২), মো. জমির (২৬), মুবিন (৩০), আরিফুল ইসলাম (৩৭) ও আশেক (২৫)।

সাব ইন্সপেক্টর মাকসুদ জানান, 'আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদের আদালতে হাজির হয়ে জামিন আবেদনের প্রার্থনা করলে, আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।'

এর আগে গত ১৯ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার সকালে বাঁশখালী থানায় মোস্তাফিজুর রহমানের ১১ সমর্থকের নাম উলেস্নখসহ অজ্ঞাত ৩০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করেন মুজিবুর রহমানের সমর্থক বেলাল উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে