বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

জাল ভোট দিতে গিয়ে তিন জেলায় আটক ৫

স্বদেশ ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
জাল ভোট দিতে গিয়ে তিন জেলায় আটক ৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ঝালকাঠিতে এক যুবক, জামালপুরের বকশীগঞ্জে এক কিশোর ও দিনাজপুরের খানসামায় দুই যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির একটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে এক যুবক আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি দুই আসনের সদর উপজেলার পাকমোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দন্ডিত যুবকের নাম মোহাম্মদ মেহেদী হাসান হাওলাদার। তিনি সদর উপজেলার পাকমোহর গ্রামের তোফাজ্জল হোসেন হাওলাদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার জানান, মোহাম্মদ নাসির উদ্দিন নামে এক ব্যক্তি জাল ভোট দিতে এসে যাচাই-বাছাইয়ে আটক হয়। জাল ভোটের বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুবককে মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে জাল ভোট দিতে গিয়ে এক কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দিতে গেলে ওই কিশোরকে আটক করা হয়।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৫৩টি কেন্দ্রে নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। পুরুষ ভোটাররা ভোট কেন্দ্রে আসলেও নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন।

একই দিন সকালে জামালপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ জানকিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভোট দেন।

বকশীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অহনা জিন্নাত জানান, জামালপুর-১ আসনের বকশীগঞ্জ উপজেলায় সবার সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনের খানসামা উপজেলার চকসাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটক হওয়া দুই যুবক হলেন- ওই এলাকার খামার বিষ্ণুগঞ্জ গ্রামের বেলাল ইসলামের ছেলে আসলাম ও হাফিজুর রহমানের ছেলে বিপস্নব ইসলাম। তারা দু'জনেই নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানা গেছে।

রোববার দুপুরের দিকে ওই কেন্দ্রে প্রবেশ করে অন্য ভোটারের ভোট দেওয়ার চেষ্টার সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। তাই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পুলিশের সহায়তায় তাদের আটক করে থানায় সোপর্দ করেন।

চকসাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টার সময় আটক দুই যুবককে পুলিশের মাধ্যমে থানায় পাঠানো হয়েছে।

উলেস্নখ্য, এ কেন্দ্রে সকালে ভোট দেন এই আসনের নৌকা প্রার্থী বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে