মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

জনগণ ভোট বর্জনকে প্রত্যাখ্যান করেছে নসরুল হামিদ বিপু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
জনগণ ভোট বর্জনকে প্রত্যাখ্যান করেছে নসরুল হামিদ বিপু

ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) নসরুল হামিদ বিপু বলেছেন, ঢাকার কেরানীগঞ্জের প্রতিটা জনগণ ভোট বর্জনকে প্রত্যাখ্যান করেছেন। ভোটের ফলাফলের মাধ্যমেই সেটা আপনারা দেখতে পাবেন।

রোববার দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বিপু বলেন, 'আপনারা সচক্ষে দেখছেন- এ এলাকার মানুষ সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। নতুন ভোটারসহ সবাই মিলে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে যাচ্ছেন; যা আমি আগে কখনো দেখিনি।'

বিরোধী দলের ভোট বর্জন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 'আমার মনে হয় ভোট দেওয়া শেষ হলে আপনারা বুঝতে পারবেন কেরানীগঞ্জের প্রতিটা জনগণ ভোট বর্জনকে প্রত্যাখ্যান করেছেন। এটা প্রমাণ করে দেবে জনগণ। আপনারা ভোটের ফলের মাধ্যমে তা দেখতে পারবেন।'

এদিকে ঢাকা কেরানীগঞ্জে দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, 'ভোটারদের উপস্থিতি বেশ ভালো। সবাই আনন্দের সঙ্গে এই কেন্দ্রে ভোট দিয়েছে। অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে।'

এই কেন্দ্রে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট ভোটাররা। এই কেন্দ্রে ভোট দিতে এসে ভোটার হালিমা বিবি বলেন, 'ভোট দিতে এসে বেশ ভালো লাগছে। নিজের ভোট নিজ হাতে দিতে পেরে আমি অনেক খুশি।'

এ সময় কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ও স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে