রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

৩২ বছর পর স্থানীয় এমপি পেয়ে আনন্দে ভাসছে রংপুর-১ বাসী

মোস্তাকিম আলম, গঙ্গাচড়া (রংপুর)
  ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
৩২ বছর পর স্থানীয় এমপি পেয়ে আনন্দে ভাসছে রংপুর-১ বাসী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা ১৯ রংপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের আসাদুজ্জামান বাবলু। আসাদুজ্জামান বাবলুকে কেটলি প্রতীকে ৭৩ হাজার ৯২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনবারের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার থেকে ৪৯ হাজার ৫৯৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।

রংপুর-১ আসনে ১২৩টি ভোট কেন্দ্রের মধ্যে মোট প্রদত্ত ভোট ১ লাখ ১৪ হাজার ৮৪৮টি, যার মধ্যে বৈধ ভোট হয় ১ লাখ ১৩ হাজার ২০২টি এবং বাতিল ভোট ১ হাজার ৬৪৫টি। প্রাপ্ত ভোটের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান রাঙ্গা ট্রাক প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৩২ ভোট। নির্বাচিত প্রার্থী আসাদুজ্জামান বাবলুকে অভিনন্দন জানিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বলেন, দীর্ঘ ৩২ বছর পর রংপুর-১ আসনে স্থানীয় নেতৃত্ব জাতীয় সংসদে পদার্পণ করল। তার দ্বারা রংপুর-১ আসনবাসীর কাঙ্ক্ষিত চাওয়া-পাওয়া প্রত্যাশা পূরণ হবে। যেহেতু তিনি গঙ্গাচড়ার বাসিন্দা। তাই তার মাধ্যমে সবার আশা পূরণ হবে বলে আশা করি।'

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল বলেন, 'দীর্ঘ ৩২ বছর পর (১৯৯১-২০২৩ সাল পর্যন্ত) রংপুর-১ আসনে এই প্রথম স্থানীয় কোনো নেতৃত্ব জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন। বত্রিশ বছর পর স্থানীয় সংসদ সদস্য পেয়ে আনন্দে ভাসছে রংপুর-১ বাসী। আমরা গঙ্গাচড়া উপজেলাবাসী আশা করব স্থানীয় প্রতিনিধির মাধ্যমে গঙ্গাচড়ার উন্নয়ন তথা তিস্তা নদীর শাসনসহ মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গঙ্গাচড়া বেকারত্ব লাঘব হবে।'

নির্বাচিত হয়ে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু বলেন, 'আমি আশা করব সবাই মিলে গঙ্গাচড়ার উন্নয়ন অব্যাহত রাখব এবং যারা অনির্বাচিত হয়েছেন আগামীতে তাদের সঙ্গে নিয়ে আমরা এলাকার কাজ করব। আগামীতে যেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি এবং বেকারদের কর্মসংস্থান করে জীবন মান উন্নয়ন করতে পারি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে