রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাবি ভর্তি পরীক্ষা

এক আসনের বিপরীতে ৪৭ জন

যাযাদি ডেস্ক
  ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
এক আসনের বিপরীতে ৪৭ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে গত ৫ জানুয়ারি। সময়সীমা শেষ হওয়া পর্যন্ত ৪টি ইউনিটের ৫ হাজার ৯৬৫ আসনের জন্য মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭৯ হাজার ২টি। সে অনুযায়ী, আসন প্রতি আবেদন পড়েছে প্রায় ৪৭টি।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। আগামী ৮ ফেব্রম্নয়ারি থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এ পর্যন্ত 'ক' ইউনিট বা, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি এবং আসনের জন্য মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ২২ হাজার ৮০টি। এই অনুষদে প্রতি লড়বেন ৬৯ জন শিক্ষার্থী।

'খ' ইউনিট বা কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১২ হাজার ২২৫টি। যেখানে আসন প্রতি লড়বেন ৪১ জন শিক্ষার্থী।

'গ' ইউনিট বা ব্যবসায় শিক্ষা ইউনিট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। এই ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০ জন এবং আসন প্রতি লড়বেন ৩৯ জন শিক্ষার্থী।

'চ' ইউনিট বা চারুকলা ইউনিটের ১৩০টি আসনের বিপরীতে মোট আবেদন সংখ্যা ৭ হাজার ৩৭টি এবং আসন প্রতি লড়বেন ৫৪ জন শিক্ষার্থী।

আইবিএতে ২ হাজার ৮২৯টি আবেদন জমা পড়েছে। এই ইউনিটে আবেদনের শেষ সময় ২২ জানুয়ারি।

এদিকে আগামী ২৩ ফেব্রম্নয়ারি (শুক্রবার) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে ঢাবির ভর্তি পরীক্ষা। এরপর ২৪ ফেব্রম্নয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে