সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

যতদিন দায়িত্ব পালন করব, মানুষের উপকার করে যাব : কৃষিমন্ত্রী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
যতদিন দায়িত্ব পালন করব, মানুষের উপকার করে যাব : কৃষিমন্ত্রী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর মো. আব্দুস শহীদ -যাযাদি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকা থেকে একাধারে সাতবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর মো. আব্দুস শহীদ বলেছেন, 'আমি যতদিন দায়িত্ব পালন করব অবশ্যই মানুষের উপকার করে যাব। আমি কৃষকের ভাগ্য পরিবর্তন করতে চাই। এতে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আমি মন্ত্রী হয়েছি বলে আপনাদের দরজা বন্ধ হয়নি বরং ভাগ্য পরিবর্তনের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।'

কৃষিমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটরিয়ামে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

1

এ সময় কৃষিমন্ত্রী বলেন, 'আপনারা আমাকে ভোট দিয়েছেন বলে আমি পরপর একাধারে সাতবার নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন বাংলাদেশের কৃষকের দ্বারপ্রান্তে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা জানতে এবং যারা মজুতদারি করে তাদের বিরুদ্ধে কঠোর হয়ে কৃষকের মুখে হাসি ফুটাতে।'

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকরাম খান ও এনাম হোসেন চৌধুরী মামুনের সঞ্চালনায় এবং সভাপতি অর্ধেন্দু কুমার দেব ভেবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব, সিনিয়র সহ-সভাপতি ইউসুব আলী, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, সাবেক কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাদ্দেক আলী মানিক, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, তোফাজ্জেল হোসেন ফয়েজ, সাংগঠনিক সম্পাদক তহিরুল ইসলাম মিলন, বেলায়েত হোসেনসহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে