শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবির তিন অনুষদের ডিন রদবদল

হাবিপ্রবি প্রতিনিধি
  ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
হাবিপ্রবির তিন অনুষদের ডিন রদবদল

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ডক্টর মো. দেলোয়ার হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের প্রফেসর ডক্টর মো. মামুনার রশিদ এবং সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের প্রফেসর রোজিনা ইয়াসমিন (লাকি) নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন।

১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মো. সাইফুর রহমান স্বাক্ষরিত তিনটি ভিন্ন ভিন্ন অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী অনুষদের অধ্যাপকদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে আগামী দুই বছরের জন্য তাদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর মো. মেহেদী হাসানের মেয়াদ শেষ হওয়ায় নতুন ডিন হয়েছেন প্রফেসর ডক্টর মো. দেলোয়ার হোসেন।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর রাফিয়া আক্তারের মেয়াদ শেষ হওয়ায় নতুন ডিন হয়েছেন প্রফেসর মো. মামুনার রশিদ। এদিকে সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন ইকোনোমিক্স বিভাগের প্রফেসর ডক্টর মো. গোলাম রাব্বানীর মেয়াদ শেষ হওয়ায় নতুন ডিন হয়েছেন একই বিভাগের প্রফেসর রোজিনা ইয়াসমিন (লাকি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে