শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নওগাঁর চালরে বাজারে নইে অভযিানরে প্রভাব

বরন্দ্রে অঞ্চল (নওগাঁ) প্রতনিধিি
  ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
নওগাঁর চালরে বাজারে নইে অভযিানরে প্রভাব

বৃহৎ মোকাম ও দশেরে অন্যতম ধান-চাল উৎপাদনকারী বরন্দ্রে অঞ্চলরে জলো নওগাঁয় আমনরে ভরা মৌসুমে চাল নয়িে চলছে চালবাজ।ি এ মৌসুমে চালরে দাম কজেতিে ৩-৪ টাকা কমে যাওয়ার কথা। কন্তিু না কমে উল্টো বাড়ছ।ে গত ১০ দনিরে ব্যবধানে কজেতিে দাম বড়েছেে ৪-৫ টাকা। মূল্য বৃদ্ধরি দায় নতিে চায় না কউেই। অভযিোগ রয়ছে,ে অবধৈ মজুতদার ও মলি মালকিদরে কারসাজতিে বাজার বসোমাল। এদকি,ে বাজার নয়িন্ত্রণে অবধৈ মজুত বরিোধী অভযিান পরচিালনা করছে জলো প্রশাসন। এ র্পযন্ত ভ্রাম্যমাণ আদালতে জলোর ১৫টি প্রতষ্ঠিানকে ৬ লাখ ৮৫ হাজার টাকা জরমিানা করা হয়ছে।ে তবে বাজারে অভযিানরে তমেন একটা প্রভাব পড়নে।ি সংশ্লষ্টিরা বলছনে, অভযিান অব্যাহত থাকব।ে নওগাঁ পৌর ক্ষুদ্র চাল বাজার সূত্রে জানা যায়, কজেতিে ৪-৫ টাকা বড়েে মোটা জাতরে চাল (র্স্বণা-৫) ৫০-৫২ টাকা, বআির-২৮ চাল ৫৫-৫৬ টাকা, বআির-৪৯ চাল ৫৫ টাকা, কাটারভিোগ ও জরিাশাইল ৬০-৬৫ টাকায় বক্রিি হচ্ছ।ে এছাড়া সবচয়েে বশেি দামে বক্রিি হচ্ছে সুগন্ধি (চনিগিুঁড়া) জাতরে চাল প্রতকিজেি ১১০-১২০ টাকা। খুচরা চাল ব্যবসায়রিা বলছনে, গত ১০ দনিরে ব্যবধানে বাজারে সব ধরনরে চালরে দাম র্ঊধ্বগত।ি বাজার প্রায় ক্রতোশূন্য হওয়ায় ব্যবসায় মন্দা চলছ।ে একান্ত প্রয়োজন ছাড়া ক্রতোরা চাল কনিছনে না। আমনরে ভরা মৌসুমে চালরে দাম বাড়ায় ভোক্তারা বপিাক।ে নওগাঁ চাল কল মালকি সমতিরি সাধারণ সম্পাদক ফরহাদ হোসনে চকদার বলনে, হাট-বাজারে ধানরে সরবরাহ কমে যাওয়ায় বড়েছেে ধানরে দাম। এতে প্রভাব পড়ছেে চালরে বাজার।ে প্রতি বস্তা (৫০ কজে)ি পাইকারি বাজারে বড়েছেে প্রায় ২০০ টাকা। তবে আগামীতে বাজার কমার সম্ভাবনা রয়ছেে বলে দাবি তার। জলো প্রশাসনরে তথ্যমত,ে গত বৃহস্পতবিার অবধৈভাবে ধান-চাল মজুত রাখার অপরাধে পৃথক অভযিানে ৬ জন ব্যবসায়ীকে একলাখ ৪৫ হাজার টাকা জরমিানা করছেে ভ্রাম্যমাণ আদালত। অভযিানে মহাদবেপুর উপজলোর তনিটি চালকলরে মালকি এবং বদলগাছী ও মান্দা উপজলোর তনি চাল ব্যবসায়ীকে এ জরমিানা করা হয়। এ প্রতবিদেন লখো র্পযন্ত গত ১৬ থকেে ১৮ জানুয়ারি ৩ দনিে নওগাঁর ১৫টি প্রতষ্ঠিানকে ৬ লাখ ৮৫ হাজার টাকা জরমিানা করা হয়ছে।ে নওগাঁ জলো প্রশাসক ও জলো ম্যাজস্ট্রিটে গোলাম মওলা জলো প্রশাসনরে মডিয়িা সলেে বলনে, ধান-চালরে দাম নয়িন্ত্রণে রাখতে গত মঙ্গলবার থকেে জলোর বভিন্নি ধান-চালরে প্রতষ্ঠিানে মজুতবরিোধী অভযিান পরচিালনা করা হচ্ছ।ে অবধৈভাবে মজুত করা ধান-চাল সঠকিভাবে খোলাবাজারে বক্রিি নশ্চিতি করতে সহকারী কমশিনার (ভূম)ি, কৃষি সম্প্রসারণ র্কমর্কতা, উপজলো খাদ্যনয়িন্ত্রক এবং একজন উপপরর্দিশকরে (এসআই) সমন্বয়ে টমি গঠন করে দওেয়া হয়ছে।ে তারা বষিয়টি তদারকি করবনে। এ ধরনরে অভযিান অব্যাহত থাকব।ে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে