সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

নাসিরনগরের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
নাসিরনগরের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনকে হুমকি দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নাসিরনগর থানায় এই এজাহার করেন।

এজাহারে বলা হয়, গত ২২ ডিসেম্বর নাসিরনগর উপজেলার কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম কুন্ডা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের নাম নাসিরনগর থেকে মুছে ফেলার হুমকি দেন। এতে ওই ব্যক্তি গণপ্রতিনিধিত্ব আদেশ এর বিধান এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচন অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে