সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ক্রিকেট টুর্নামেন্ট

ম পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে আগামী শনিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চাটমোহরে প্রিমিয়ার লীগ (সিপিএল) এর চতুর্থ আসর। চাটমোহর সরকারি কলেজ মাঠে এদিন সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করবেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন। চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে প্রযুক্তি ডটকম প্রেজেন্টস চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল) এ দুই গ্রম্নপে মোট ৮টি দল অংশ নিচ্ছে। চাটমোহর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফজলুল হক জানান, উদ্বোধনী দিনে শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ ও আরডিসি ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে। প্রথম রাউন্ডে মোট ১২টি খেলা অনুষ্ঠিত হবে।

সমাবেশ অনুষ্ঠিত

ম চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২০২৪ সালে এস.এস.সি পরীক্ষাথীদের বিদায়, এ-পস্নাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন, বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা বেগম, জেলা পরিষদ সদস্য মোছা. আরমিন নাহার বিন্দু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু।

প্রশিক্ষণ কর্মশালা

ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সোমবার সকালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি ও নন-পিজি সদস্যদের ২ দিনব্যাপী ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মৎ নইফা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরাইল সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মোহাম্মদ জাকারিয়া পারভেজ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি ডা. শ্যামল কুমার চৌধুরী, উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. জাহিদ হাসান প্রমুখ।

মাসিক প্রশিক্ষণ

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

এনজিও সংস্থা আশা'র চট্টগ্রামের বাঁশখালী ব্রাঞ্চের নাপোড়া শাখার উদ্যোগে শিক্ষা সেবিকাদের নিয়ে আশা শিক্ষা কর্মসূচির আওতায় দুই দিনব্যাপী ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় আশা নাপোড়া শাখার হলরুমে পুঁইছড়ি, ছনুয়া, শেখেরখীলের ১৫ জন শিক্ষা সেবিকাদের নিয়ে এ ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কচির উদ্দিন, প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আশা নাপোড়া শাখার ব্যবস্থাপক বাবু লিটন দত্ত নাপোড়া শাখার শিক্ষা সুপারভাইজার দিপংকর দেব।

মতবিনিময় সভা

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতারউজ্জামানের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওরের (ডরপ) প্রতিনিধিবৃন্দ।

\হবুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে ডরপের নির্বাহী উপদেষ্টা আজহার আলী তালুকদার সভাপতি, প্রধান অতিথি আখতারউজ্জামান এমপি ডরপের কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করলে বিস্তারিত আকারে ডরপ মাতৃত্বকালীন ভাতা, স্বপ্ন মা প্যাকেজ ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন প্রতিষ্ঠানটির নির্বাহী উপদেষ্টা। এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান, ডরপের প্রোগ্রাম কোঅর্ডিনেটর রুবিনা ইসলাম, এনগেজমেন্ট অফিসার তরুণ কান্তি দাশ উপস্থিত ছিলেন।

পিঠা উৎসব

ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহিনা আকতার। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলমসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের বরণ

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় শাহ্‌ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ে নতুন ভর্তিকৃত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা। মঙ্গলবার সকালে নবীনবরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য তারেক চৌধুরী তানিম, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, এস. এম জসিম উদ্দিন, ফাতেমা বেগম। শিক্ষক আবদুল মান্নানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম।

ফুটবল প্রশিক্ষণ

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৫) বাছাই ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার প্রমুখ।

কম্বল বিতরণ

ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

জান্নাতী মহিলা উন্নয়ন সমিতির বাস্তবায়নে, এনজিও ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক, বু্যরো বাংলাদেশ, আরডিআরএস বাংলাদেশ ও এসকেএম-এর সহযোগিতায় বুধবার বেলা ১১টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের জান্নাতী মহিলা উন্নয়ন সমিতির অফিস চত্বরে সমিতির সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, সহকারী অফিসার আব্দুর রাজ্জাক, ব্র্যাকের নাগেশ্বরী শাখা ব্যবস্থাপক মফিজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

কমিটি গঠন

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মনিরুল আলম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ আবু নাছের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাঁশখালী আদালত ভবনের আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সহ-সভাপতি পদে ফজল আকবর জয়নাল আবেদীন বেলাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, অর্থ সম্পাদক আক্কাস উদ্দিন, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ খান, তথ্য-প্রযুক্তি সম্পাদক আনিসুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক লিংকন তালুকদার, সদস্য পদে শহীদুল কাদের টিপু, মো. আমিনুল এহছান নির্বাচিত হয়েছেন।

পুরস্কার বিতরণ

ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলের হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাগে ইব্রাহিম দারুল আযহার মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ সাব্বির আল হোসাইনীর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইব্রাহিম নীট গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাকি বিলস্নাহ, উপজেলা কৃষক লীগের সভাপতি মমিনুল ইসলাম দুলাল, কাউন্সিলর সালেহ আহমেদ সুমন, ইউপি সদস্য মতিউর রহমান মিন্টু।

পিঠা উৎসব

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের শীতকালীন পিঠা উৎসব বুধবার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। তিনটি বিভাগের শিক্ষার্থীরা পৃথক পৃথকভাবে স্টল করে বাহারি পিঠার আয়োজন করে। গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেনের সভাপতিত্বে পিঠা উৎসব উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. রেহেনা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোসা. সারজিনা আক্তার, তিতাস উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুকসহ কলেজের শিক্ষক ও শিক্ষিকারা।

কুইজ প্রতিযোগিতা

ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কিউরেটর আব্দুল আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ।

সভা অনুষ্ঠিত

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও শ্রাবণী রায়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে