রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন প্রস্তুতি সম্পন্ন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ০৬ মে ২০২৪, ১৭:০২
ছবি-যায়যায়দিন

আগামী বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনের প্রধম ধাপের নির্বাচন। গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া সহ কোটালীপাড়া ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার রাত ৮টা পর্যন্ত মাইকিং প্রচার বন্ধ হয়েছে এবং রাত বারো টায় সমস্ত নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলার নির্বাচনী প্রস্তুতি শেষ পর্যায়ে প্রায়। টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা ৯০১৩২ জন। পুরুষ ভোটার ৪৫৭৮৬ জন মহিলা ভোটার ৪৪৩৪৬ জন।

উপজেলায় ৫টি ইউনিয়ন ১টি পৌরসভা এর মধ্যে ভোট কেন্দ্র হবে ৩১ টি এবং ভোট কক্ষ ২৪০টি এর মধ্যে স্থায়ী ভোট কক্ষ ১৯৩টি এবং অস্থায়ী কক্ষ হবে ৪৭টি। উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল মোল্লা এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন টুঙ্গিপাড়া নির্বাচন কর্মকর্তা বদরুল আলম।

তিনি বলেন, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন প্রস্তুতি প্রায় সম্পন্ন। ব্যালট বাক্স আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ভোট কক্ষ প্রস্তুত আজ মঙ্গলবার বিকাল নাগাদ ব্যালট পেপার ছাড়া সব নির্বাচনী সরঞ্জাম পৌছে যাবে কেন্দ্রে কেন্দ্রে এবং ব্যালঠ পেপার পৌছাবে নির্বাচনের দিন সকাল ৮ টার আগে।

ভোট গ্রহণ শুরু সকাল ৮ টায় শেষ হবে বিকাল ৪ টায়। নির্বাচন সম্পন্ন হবে নিরপেক্ষ ভাবে নির্বাচনে প্রার্থী অথবা তাদের সমর্থক কেউ নির্বাচন প্রভাবিত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আইন শৃংখলা বাহিনী সব সময় সতর্ক অবস্থানে থাকবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে