বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
চাঁদপুরে অধ্যক্ষের প্রত্যাহার দাবিতে মানববন্ধন

শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

নতুন কারিকুলামে অসঙ্গতি, দূরীকরণ পাঠ্যপূস্তক সংশোধন মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহাতাবকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার উদ্যোগে সদরের জাহান মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওবায়েদুর বিন মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, শিক্ষক ফোরামের জেলা সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।

রংপুর প্রতিনিধি জানান, রংপুর প্রেস ক্লাব চত্বরে জাতীয় শিক্ষক ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সংগঠনের নেতারাসহ সাধারণ শিক্ষকরা। এতে অংশ নিয়ে সংহতি জানান ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও। শিক্ষক ফোরামের জেলা সভাপতি অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমী, সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, জেলা সভাপতি মাহমুদুর রহমান রিপন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি একরামুল হক, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি মামুনুর রশিদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি তহমিদুর রহমান প্রমুখ।

পাবনা প্রতিনিধি জানান, পাবনা শহরের আব্দুল হামিদ রোডে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরাম পাবনা পশ্চিম জেলা শাখার সহ-সভাপতি আরিফ বিলস্নাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ ওমর ফারুক, সদস্য আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।

চাঁদপুর প্রতিনিধি জানান, ট্রান্সজেন্ডার ও সমকামিতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম এবং দাড়ি-টুপি নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার পুরান বাজার লোহারপুল চত্বরে এলাকায় বিক্ষোভ শেষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, 'তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের মতোই মানুষ। তাদের প্রতি ইসলাম এবং বাংলাদেশের মানুষ সবসময় সহনশীল। কিন্তু সপ্তম শ্রেণির বইতে ট্রান্সজেন্ডারের সমকামিতাকে গুলিয়ে বৈধতা একটি গল্প ছাপানো হয়েছে। সে বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব তার ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। অথচ আমাদের পুরান বাজার কলেজের বিতর্কিত অধ্যক্ষ রাজকুমার মজুমদার সেই বক্তব্যকে কেন্দ্র করে ইসলাম এবং দাড়ি টুপিকে কটূক্তি করে ফেসবুকে বাজে মন্তব্য করেছেন। তিনি দাড়ি-টুপির কারণে একজন শিক্ষককে জঙ্গি বলে আখ্যায়িত করতে পারেন না।' এ সময় শিক্ষার্থীরা ওই অধ্যক্ষের প্রত্যারের দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে